রেলের নয়া সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা

আসানসোলর: এবার থেকে চেন্নাই এক্সপ্রেস আসানসোলের পরিবর্তে ঝাড়খণ্ডের যশিডি থেকে ছাড়বে। এতদিন ওই ট্রেনটি আসানসোল থেকেই ছাড়ত। কিন্তু, বৃহস্পতিবার সন্ধ্যায় রেল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ট্রেনটি ১ মে থেকে যশিডি থেকে ছেড়ে আসবে। আসানসোলে আসার আগে মধুপুর এবং চিত্তরঞ্জনেও ট্রেনটি দাঁড়াবে। রেলের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে শিল্পাঞ্চলের বাসিন্দারা। তাঁরা বলেন, চেন্নাই যাওয়ার জন্য এই ট্রেনটি

রেলের নয়া সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা

আসানসোলর: এবার থেকে চেন্নাই এক্সপ্রেস আসানসোলের পরিবর্তে ঝাড়খণ্ডের যশিডি থেকে ছাড়বে। এতদিন ওই ট্রেনটি আসানসোল থেকেই ছাড়ত। কিন্তু, বৃহস্পতিবার সন্ধ্যায় রেল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ট্রেনটি ১ মে থেকে যশিডি থেকে ছেড়ে আসবে। আসানসোলে আসার আগে মধুপুর এবং চিত্তরঞ্জনেও ট্রেনটি দাঁড়াবে। রেলের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে শিল্পাঞ্চলের বাসিন্দারা। তাঁরা বলেন, চেন্নাই যাওয়ার জন্য এই ট্রেনটি এলাকার বাসিন্দাদের অন্যতম ভরসা। অনেকে সাধারণ টিকিট কেটেও ট্রেনে যাতায়াত করতেন।

কিন্তু এবার থেকে তাঁদের সেই সুযোগ হাতছাড়া হতে চলেছে। যশিডি থেকেই সিট ভর্তি হয়ে যাবে বলে তাঁদের দাবি। স্থানীয়রা বলেন, শুধু আসানসোল বা দুর্গাপুর নয়, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া থেকেও অনেকেই এসে এই ট্রেনে চেন্নাই যেতেন। সবার আর্থিক অবস্থা ভালো না থাকায় তাঁরা সাধারণ টিকিট কেটে যেতেন। বিশেষ করে চিকিৎসা করানোর জন্য অনেকেই এই ট্রেনে চেন্নাই যান। আসানসোলের বাসিন্দা তথা তৃণমূল নেতা প্রবোধ রায় বলেন, রেলের এই সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নেব না। বহু দিন ধরেই এই ট্রেনটি আসানসোল থেকে ছাড়ে। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত বোঝা যাচ্ছে না। এর পিছনে অন্য কোনও রহস্য থাকতে পারে। সিদ্ধান্ত বদল না হলে আন্দোলনে নামব। যদিও রেলের আধিকারিকরা এই বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 8 =