গন্ধ শুঁকেই করোনা রোগীর সন্ধান দেবে ভারতীয় সেনার কুকুর

গন্ধ শুঁকেই করোনা রোগীর সন্ধান দেবে ভারতীয় সেনার কুকুর

9ad85a9117b03a81405e156fc67363ef

নয়াদিল্লি: এবার করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিহ্নিত করতে পারবে কুকুরও। ভারতীয় সেনার তিনটি প্রজাতির কুকুরকে এমনটাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নয়াদিল্লির সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ঘাম ও মূত্রের নমুনার গন্ধ শুঁকেই করোনা রোগী চিহ্নিত করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে কুকুরগুলিকে।

রোগী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানার জন্য এবার আর করতে হবে না গুচ্ছ গুচ্ছ টেস্ট। ঘাম ও মূত্রের নমুনার গন্ধ শুকে কুকুরই জানিয়ে দেবে করোনা ভাইরাসের উপস্থিতি। ভারতীয় সেনা ৩টি প্রজাতির একটি করে কুকুরকে এমনটাই প্রশিক্ষণ দিয়েছে। ল্যাব্রাডর প্রজাতির কুকুরকে মূত্রের নমুনার গন্ধ শুঁকিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চিপ্পিপারাই প্রজাতির কুকুরকেও দেওয়া হয়েছে একই প্রশিক্ষণ। কক্কার স্প্যানিয়েল প্রজাতির কুকুরকে ঘামের গন্ধ শুঁকে রোগীর সন্ধান দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ভারতীয় সেনার তরফে কর্নেল সুরেন্দর সাইনি জানিয়েছেন, “প্রশিক্ষণের পর এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কুকুরগুলি ৯৫ শতাংশ ক্ষেত্রে সঠিকভাবে করোনা সংক্রমণ চিহ্নিত করতে পারছে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলিকে আপাতত দিল্লি এবং চণ্ডীগড়ে মোতায়েন করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *