ভারত-বাংলাদেশ সীমান্তে পচছে কোটি টাকার কাঁচামাল

ভারত-বাংলাদেশ সীমান্তে পচছে কোটি টাকার কাঁচামাল

e904891cdac299808924aa2f0421321d

 

বারাসত: রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন লরি শ্রমিকরা৷ ফলে বন্ধ আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য৷ পচন ধরতে শুরু করেছে কাঁচামালের৷ যার জেরে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ মাথায় হাত ব্যবসায়ীদের। বসিরহাট থানার ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা।

জানা গিয়েছে, বুধবার ভারত থেকে ট্রাকভর্তি সামগ্রী নিয়ে বাংলাদেশে ঢোকার পর বাংলাদেশের ড্রাইভাররা ভারতের  ড্রাইভারদের সঙ্গে ঝামেলা বচসায় জড়িয়ে পড়ে। তা থেকে হয় উভয় পক্ষের মারামারি। সেই মারামারিতে গুরুতর জখম হয় ভারতের এক ড্রাইভার। বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই চালকের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ মারধরের ওই ঘটনা জানাজানি হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে ঘোজাডাঙ্গা সীমান্ত।

সকাল থেকে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় ইউনিয়নের সদস্যরা৷ তাতে করে পুরোপুরি দুই দেশের বাণিজ্য বন্ধ হয়ে পড়ে। লরি শমিক ইউনিয়নের নেতা শহিদুল ইসলাম সর্দার বলেন, বাংলাদেশের রাস্তায় গাড়ি চলার অযোগ্য৷ ভারতের ড্রাইভাররা যখনই বাংলাদেশের প্রবেশ করে বাংলাদেশ লেবার শ্রমিকরা আমাদের ড্রাইভারদের সঙ্গে বাজে ব্যবহার করে তা থেকে শুরু হয় হাতাহাতি। এরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে৷ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব৷

ঘোজাডাঙ্গা সিএনডিএফের সভাপতি অচিন্ত্য ঘোষ বলেন, আমরা দুই দেশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে ডেকেছি যাতে এই ধরনের সমস্যা পুনরাবৃত্তি না হয়৷ অবিলম্বে সমস্যা মিটিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছি৷ এদিকে, দুই দেশের লরি চালকদের গোলমালের জেরে কয়েক কোটি টাকার বাণিজ্য ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যেই পচন ধরতে শুরু করেছে কাঁচামালে৷ কাঁচা লঙ্কা, পিয়াজ, আদা, রসুন, মাছ এই ধরনের পচন শীল জিনিস যত সময় যাবে ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ যদিও নিজেদের দাবিতে অড় রয়েছেন আন্দোলনকারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *