তিন জয়ী নির্দল কাউন্সিলর কি ফিরতে পারবেন তৃণমূলে? দলের বার্তা স্পষ্ট

তিন জয়ী নির্দল কাউন্সিলর কি ফিরতে পারবেন তৃণমূলে? দলের বার্তা স্পষ্ট

কলকাতা: নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ে কাউন্সিলর হয়েছেন তিনজন। কিন্তু জেতার পরেই তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন আয়েশা কনিজ, রুবিনা নাজ এবং পূর্বাশা নস্কর। জল্পনা ছিল যে তারা সময়মতই ঘাসফুল শিবিরে যোগদান করবেন। কিন্তু আদতে এমনটা হচ্ছে না। কারণ তাদের দলে নিতে রাজি নয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে এই ব্যাপারে।

৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কনিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর নির্দল প্রার্থী হিসেব জয়লাভ করেছেন কলকাতা পুরসভা নির্বাচনে। তারপরেই তারা আশা প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ব্যাপারে। কিন্তু দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তৃণমূলের বিরুদ্ধে তাদের ভোটে লড়াই একদমই ভালো চোখে দেখেনি দলের শীর্ষ নেতৃত্ব। তাই তাদের কাউকেই দলে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, তৃণমূলের টিকিট না পেয়ে বর্ষীয়ান নেতা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ও নির্দল প্রার্থী হিসেবে কলকাতার পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদেরকে আগেই বহিষ্কার করেছিল ঘাসফুল শিবির। দুজনে ভোটে হেরেও যান। কিন্তু এই তিনজন জয়যুক্ত হয়েছেন।

নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় এবং তনিমা চট্টোপাধ্যায়। এই ঘটনার পরে দলীয় নির্দেশ এসেছিল যাতে তাঁরা মনোনয়ন প্রত্যাহার করে নেন কিন্তু সেটা করেননি কেউই। অবশেষে দলীয় নির্দেশ অগ্রাহ্য করার কারণে এই দু’জনকে বহিষ্কার করে ঘাসফুল শিবির। অনেকেই মনে করেছিলেন যে তৃণমূল কংগ্রেস এই দুজনের জন্য অস্বস্তিতে পড়তে পারে। কিন্তু ভোটের ফল সম্পূর্ণ উলটো কথাই বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =