মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে লিটার প্রতি ৪ টাকা দুধের দাম বৃদ্ধির ছাড়পত্র নবান্নের

কলকাতা: মধ্যবিত্তের চিন্তার বাড়িয়ে একলপ্তে লিটার প্রতি ৪ টাকা করে বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম। যদিও অপরিবর্তিত থাকছে হরিণঘাটা দুধের দাম। নবান্ন সূত্রে খবর, মেট্রো ডেয়ারি দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। মাদার ডেয়ারির ক্রিম মিল্কের দামও একই হারে বাড়ছে। আজ প্রাণি সম্পদ উন্নয়ণ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে এসএমপি মাখনের

e5fa3d79566ea0f196b74782499883fb

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে লিটার প্রতি ৪ টাকা দুধের দাম বৃদ্ধির ছাড়পত্র নবান্নের

কলকাতা: মধ্যবিত্তের চিন্তার বাড়িয়ে একলপ্তে লিটার প্রতি ৪ টাকা করে বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম। যদিও অপরিবর্তিত থাকছে হরিণঘাটা দুধের দাম।

নবান্ন সূত্রে খবর, মেট্রো ডেয়ারি দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। মাদার ডেয়ারির ক্রিম মিল্কের দামও একই হারে বাড়ছে। আজ প্রাণি সম্পদ উন্নয়ণ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে এসএমপি মাখনের দাম বেড়ে গিয়েছে৷ এছাড়াও অন্যান্য কাঁচামালের দামও বেড়ে যাওয়ায় দুধের দাম বৃদ্ধির জন্য রাজ্যের মিল্ক কমিশনের কাছে এই সংস্থাগুলি আবেদন করেছিল৷ সেই আবেদনের ভিত্তিতে দাম বাড়ানোর ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *