মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে লিটার প্রতি ৪ টাকা দুধের দাম বৃদ্ধির ছাড়পত্র নবান্নের

কলকাতা: মধ্যবিত্তের চিন্তার বাড়িয়ে একলপ্তে লিটার প্রতি ৪ টাকা করে বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম। যদিও অপরিবর্তিত থাকছে হরিণঘাটা দুধের দাম। নবান্ন সূত্রে খবর, মেট্রো ডেয়ারি দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। মাদার ডেয়ারির ক্রিম মিল্কের দামও একই হারে বাড়ছে। আজ প্রাণি সম্পদ উন্নয়ণ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে এসএমপি মাখনের

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে লিটার প্রতি ৪ টাকা দুধের দাম বৃদ্ধির ছাড়পত্র নবান্নের

কলকাতা: মধ্যবিত্তের চিন্তার বাড়িয়ে একলপ্তে লিটার প্রতি ৪ টাকা করে বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম। যদিও অপরিবর্তিত থাকছে হরিণঘাটা দুধের দাম।

নবান্ন সূত্রে খবর, মেট্রো ডেয়ারি দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। মাদার ডেয়ারির ক্রিম মিল্কের দামও একই হারে বাড়ছে। আজ প্রাণি সম্পদ উন্নয়ণ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে এসএমপি মাখনের দাম বেড়ে গিয়েছে৷ এছাড়াও অন্যান্য কাঁচামালের দামও বেড়ে যাওয়ায় দুধের দাম বৃদ্ধির জন্য রাজ্যের মিল্ক কমিশনের কাছে এই সংস্থাগুলি আবেদন করেছিল৷ সেই আবেদনের ভিত্তিতে দাম বাড়ানোর ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =