কলকাতা: শীতের আমেজ আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে। তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। কাশ্মীর-হিমাচল প্রদেশের ও সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানার সমতল এলাকার উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহিত হচ্ছে। তাই উত্তুরে হাওয়া কিছুটা কমজোরি হয়েছে। এই কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা আরও কমছে না। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে।
বাড়ছে তাপমাত্রা, শীতের আমেজ আর কতদিন?
কলকাতা: শীতের আমেজ আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে। তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। কাশ্মীর-হিমাচল প্রদেশের ও সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানার সমতল এলাকার উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহিত হচ্ছে। তাই উত্তুরে হাওয়া কিছুটা কমজোরি হয়েছে। এই কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা আরও কমছে না। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে