Aajbikel

২৪ ঘণ্টা পার, তৃণমূলে আসা বিজেপি বিধায়কের রাইসমিলে এখনও চলছে আয়কর তল্লাশি

 | 
তন্ময় ঘোষ

কলকাতা: ২৪ ঘণ্টা পার। এখনও বিষ্ণপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকলে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার দুপুর ১২টা নাগাদ শুরু হয় তল্লাশি৷ শুধু চালকল নয়, বিধায়কের কার্যালয়, তাঁর পরিবারের মালিকানাধীন রাইস মিল, লজ ও মদের দোকানেও একযোগে তল্লাশি শুরু করেন আইটি আধিকারিকরা। এখনও চলছে তল্লাশি অভিযান৷ রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তের মাঝেই তন্ময়ের পরিবারিক রাইসমিলে আয়কর হানা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন তন্ময়৷ কয়েকদিন আগেই তাঁর ঘর ওয়াপাসি হয়৷ এরপরই এই আয়কর হানা৷ এমতাবস্থায় প্রতিহিংসার অভিযোগ তুলছে ঘাসফুল শিবির। 


বুধবার সন্ধে সাতটা নাগাদ বিধায়কের চালকল-সহ অন্যান্য জায়গাগুলি থেকে তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে এলেও, তাঁর পরিবারের মালিকানাধীন রাইস মিলে এখনও চলছে খানা তল্লাশি৷ ২৪ ঘণ্টা পরেও চাল কলের ভিতর থেকে বেরোননি আধিকারিকরা। জানা গিয়েছে, বিষ্ণুপুরের চূড়ামণিপুর এলাকায় অবস্থিত ওই রাইসমিলের ভিতরে আয়কর দফতরের পাঁচ জনের একটি আধিকারিক দল রয়েছে।

Around The Web

Trending News

You May like