Aajbikel

সপুত্র অখিল গিরিকে আয়কর বিভাগের নোটিস! শুভেন্দুকে বিঁধলেন মন্ত্রী

 | 
শুভেন্দু-অখিল গিরি

কলকাতা: নিয়োগ থেকে রেশন, একাধিক দুর্নীতি মামলায় রাজ্যে তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সি। এরই মাঝে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর পুত্র তথা কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকে নোটিশ পাঠাল আয়কর দফতর। আগামী ১৩ তারিখ তাঁদের আয়কর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, দিন কয়েক আগেই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, রাজ্যের মন্ত্রী অখিল গিরি এবং তাঁর ছেলে সুপ্রকাশ গিরি আয়কর নোটিশ পেতে চলেছেন। তারপরই মন্ত্রীর কাছে সত্যি সত্যিই আয়কর নোটিশ এসে পৌঁছনোয় শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে৷  নোটিস পেয়েই সুর সপ্তমে চড়িয়েছেন মন্ত্রী অখিল গিরি। শুভেন্দু অধিকারী কী ভাবে আগে থেকেই জেনে গেলেন আয়কর নোটিসের কথা, প্রশ্ন তুলেছেন তিনি৷ 

অখিল গিরি বলেন, “নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হবে। নোটিসের উত্তরও দেব।’’ একইসঙ্গে শুভেন্দু অধিকারীর টুইট প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, “সবাই চোর, ও একা সাধু’। তবে তাঁর সাফ কথা, “আমি শুভেন্দুর মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দিতে চাই না। তবে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি যা কটূক্তি করেছেন তার নিন্দা করি।”

Around The Web

Trending News

You May like