নদিয়া: একেই করোনা আতঙ্ক পিছু ছাড়ছে না রাজ্যবাসীকে। তার ওপর আবার নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি। এর মধ্যেই আবার সেতুতে ফাটল। নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর ঘটনা। ব্রিজের স্প্রিং ভেঙে বিপত্তি। বড়সড় ফাটল দেখা দিয়েছে ব্রিজে। তার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গাড়িচালকরা।
স্থানীয় সূত্রের খবর, বিপজ্জনকভাবে সেতুর গার্ডারগুলিও সরে গিয়েছে। তার সঙ্গে পিলারগুলিরও বহন ক্ষমতা হ্রাস পাচ্ছে। কৃষ্ণনগর থেকে বর্ধমান যাবার জন্য এই ব্রিজটিই ব্যবহার করেন সাধারণ মানুষ। এই ঘটনারর জন্য রীতিমত সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। রাস্তায় দাঁড়িয়ে যায় গাড়ি। যানজটের সৃষ্টি হয়।
এর আগেও একাধিকবার ব্রিজ ভাঙার খবর এসেছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে সেতুর স্বাস্থ্য পরীক্ষাও হয়েছে। তারপরেও এদিন এরকম একটি ঘটনা ঘটে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কোন সংস্কারের কথা বার বার বলা হলেও তা হয়নি। তাই প্রশাসনের কাছে দ্রুত ব্রিজ সংস্কারের আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত, পোস্তা-মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়ার সেই ভয়াবহ ঘটনাগুলো আজও গেঁথে আছে মানুষের মনে। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর থেকেই সেতুর ভঙ্গুর অবস্থা শুনলেই মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। দিও প্রশাসনের দাবি, অত্যন্ত তৎপরতার সঙ্গে সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে।