সেলিব্রিটি নয়, দৃষ্টিহীনদের দিয়ে পুজোর উদ্বোধন করে দৃষ্টান্ত তৈরির চেষ্টা

সেলিব্রিটি নয়, দৃষ্টিহীনদের দিয়ে পুজোর উদ্বোধন করে দৃষ্টান্ত তৈরির চেষ্টা

ব্যারাকপুর: বিগ বাজেটের পুজো মানেই কোনও সেলিব্রিটিদের দিয়েই পুজোর উদ্বোধন করান পুজো উদ্যোক্তারা। এবার সেই ধারণা ভেঙে দিলেন ওরা৷

প্রচলিত সেলিব্রিটির পথে না হেঁটে  শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) মানুষদের দিয়ে নিজেদের পুজোর উদ্বোধন করলেন ব্যারাকপুরের একটি ক্লাব। ফলে সব পুজো কমিটিগুলো থেকে আলাদা চিন্তা ভাবনা রেখে এই ধরনের অন্য পথে  হেঁটে এক প্রকার নজির গড়লেন ব্যারাকপুর তালপুকুর আমরা সবাই ক্লাবের সদস্যরা। উদ্যোক্তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা৷

তাল পুকুর ‘আমরা সবাই ক্লাবে’র জগদ্ধাত্রী পুজোর 52 বর্ষে শুভ পুজো উদ্বোধন করলেন এলাকার শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) মানুষরা। এদিন উদ্বোধন উপলক্ষ্যে হুগলি থেকে কিছু দৃষ্টিহীন মানুষদের আনা হয় । তারাই প্রদীপ জ্বালিয়ে এই ক্লাবের পুজোর উদ্বোধন করেন। স্বভাবতই, খুশী বিশেষ চাহিদা সম্পন্ন ওই মানুষেরাও৷

ক্লাব উদ্যোক্তারা বলেন, ‘‘বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে৷ তাঁরাও চান সমাজের প্রতিটি উৎসবে নিজেদেরকে সামিল করতে৷ কিন্তু শারীরিক সমস্যার জন্য ওরা বরাবরই সমাজের পিছনের সারিতে রয়ে যায়৷ তাই উৎসাহ দানের জন্যই এই উদ্যোগ৷’’ স্বভাবতই খুশী এলাকার বাসিন্দারাও৷ তাঁরা বলছেন, ‘‘পুজো উদ্বোধন মানেই অভিনেতা-অভিনেত্রী, নেতা-নেত্রী, সমাজের বিশিষ্ট মানুষদের বোঝায়৷ কিন্তু তালপুকুর আমরা সবাই ক্লাব এর অভিনবত্ব প্রতিবন্ধী মানুষদের দ্বারা উদ্বোধন একটি মনে রাখার বিষয়। অবশ্যই এই ধরণের উদ্যোগ থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *