মদের আসরে ভাগ্নিকে ছিঁড়ে খেল পিসেমশাই

বসিরহাট : লজ্জা! এবার মদের আসরে ছাত্রীকে ধর্ষণ৷ অভিযুক্ত সম্পর্কে ছাত্রীর পিসেমশাই৷ বসিরহাটের আমুড়িয়া সীমান্তের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, গত ১৬ মে পিসির বাড়িতে বেড়াতে যায় ওই ছাত্রী৷ সেখানেই ধর্ষণের শিকার হয় ছাত্রীটি। প্রথমে মুখ না খুললেও পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয়৷ অভিযুক্তের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ বুধবার

মদের আসরে ভাগ্নিকে ছিঁড়ে খেল পিসেমশাই

বসিরহাট : লজ্জা! এবার মদের আসরে ছাত্রীকে ধর্ষণ৷ অভিযুক্ত সম্পর্কে ছাত্রীর পিসেমশাই৷ বসিরহাটের আমুড়িয়া সীমান্তের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

জানা গিয়েছে, গত ১৬ মে পিসির বাড়িতে বেড়াতে যায় ওই ছাত্রী৷ সেখানেই ধর্ষণের শিকার হয় ছাত্রীটি। প্রথমে মুখ না খুললেও পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয়৷ অভিযুক্তের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ বুধবার বসিরহাট মহকুমা আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি নেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =