সপ্তম দফায় একগুচ্ছ হেভিওয়েট, বিশেষ নজরে তাপস-রেখা! কেন?

কলকাতা: শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট দেশ তথা রাজ্যে৷ পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ভোট ৯ আসনে- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর,…

কলকাতা: শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট দেশ তথা রাজ্যে৷ পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ভোট ৯ আসনে- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে৷ রয়েছে একাধিক হেভিওয়েট৷  তবে সপ্তম দফার ভোটে বিশেষ নজর থাকবে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের উপর।

 

 

রেখা সন্দেশখালির আন্দোলনের মুখ৷ সেখান থেকেই বঙ্গ-রাজনীতিতে তাঁর উত্থান৷ সন্দেশখালিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই সংবাদমাধ্যমের পর্দায় বার বার ভেসে উঠেছিল তাঁর মুখ। নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি৷ অচিরেই পরিচিত পান ‘প্রতিবাদী মুখ’ হিসাবে৷ তার পর বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় গিয়ে তাঁর সঙ্গে দেখা। শোনা যায়, মোদীর ‘কথাতেই’ নাকি লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হন রেখা৷ তাঁর লড়াই তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সঙ্গে৷

 

অন্য দিকে, দলের বিরুদ্ধে একরাশ অভিমান ও ক্ষোভ নিয়ে গত ৬ মার্চ বিজেপি’তে যোগ দেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস রায়৷ এর কয়েক দিন আগেই ছাড়েন বিধায়কের পদ৷  তাঁর দলত্যাগের সঙ্গে উঠে এসেছিল কলকাতা উত্তর লোকসভার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁদের মধ্যে বরাবর সুসম্পর্ক থাকলেও দলত্যাগের কথা ঘোষণার সময় তাপস জানিয়েছিলেন, তাঁর বাড়িতে ইডি হানার নেপথ্যে ছিল এই সুদীপেরই ‘হাত’৷ বিজেপিতে যোগদানের পর কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপের বিরুদ্ধেই তাঁকে প্রার্থী করে দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *