নতুন বছরে যাদুঘরের নয়া চমক, থাকছে খানা-পিনার ব্যবস্থা

কলকাতা: কলকাতার অন্যতম নিদর্শন ভারতীয় সংগ্রহশালা৷ প্রাচীন সংরক্ষিত সামগ্রী দেখতে বহু মানুষের ভিড় জমে যাদুঘরে৷ ফলে, এবার নতুন বছরে যাদুঘর কর্তৃপক্ষ নিয়ে এল কলকাতাবাসীর জন্য নয়া উপহার৷ এবার আরও দু’টি নতুন গ্যালারি খুলছে যাদুঘর কর্তৃপক্ষ৷ একদিকে ব্রোঞ্জ গ্যালারি. অন্যদিকে আবার সাউথ এশিয়া এন্ড সাউটেস্ট এশিয়া পিপিল এন্ড কালচার গ্যালারি খোলা হচ্ছে৷ এছাড়াও প্রাচীন, বর্ম এবং

নতুন বছরে যাদুঘরের নয়া চমক, থাকছে খানা-পিনার ব্যবস্থা

কলকাতা: কলকাতার অন্যতম নিদর্শন ভারতীয় সংগ্রহশালা৷ প্রাচীন সংরক্ষিত সামগ্রী দেখতে বহু মানুষের ভিড় জমে যাদুঘরে৷ ফলে, এবার নতুন বছরে যাদুঘর কর্তৃপক্ষ নিয়ে এল কলকাতাবাসীর জন্য নয়া উপহার৷ এবার আরও দু’টি নতুন গ্যালারি খুলছে যাদুঘর কর্তৃপক্ষ৷

একদিকে ব্রোঞ্জ গ্যালারি. অন্যদিকে আবার সাউথ এশিয়া এন্ড সাউটেস্ট এশিয়া পিপিল এন্ড কালচার গ্যালারি খোলা হচ্ছে৷ এছাড়াও প্রাচীন, বর্ম এবং অলঙ্কার, জীবাশ্ম, কঙ্কাল, মমি এবং মুঘল পেইন্টিং ছারাও শিল্প, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণিবিদ্যা এবং অর্থনৈতিক উদ্ভিদবিশিষ্ট সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক শিল্পকর্মের ত্রিরিশটি গ্যালারি রয়েছে৷

যাদুঘর দেখতে আসা পর্যটকদের জন্য বিশেষ ক্যান্টিনের ব্যবস্থা করেছে যাদুঘর কর্তৃপক্ষ। যাদুঘরের বর্তমান পরিচালক রাজেশ পুরোহিত বলেন, ‘‘ব্রোঞ্জ ও সাউথ এশিয়া এন্ড সাউটেস্ট এশিয়া পিপিল এন্ড কালচার গ্যালারী খুব শীঘ্রই চালু করার চেষ্টা করার হচ্ছে৷ এছাড়াও খুবই কম দামে ক্যান্টিনে সুস্বাদু খাওয়ার পাওয়া যাবে যাদুঘর ঘুরে ক্লান্ত পর্যটকরা৷’’ রাজেশবাবু জানান, এই ক্যান্টিন আগে শুধু কর্মচারীদের জন্য ছিল তবে এখন যাদুঘর ঘুরতে আসা পর্যটকরাও সেখানে খেতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 16 =