ভোট কর্মীদের বিদ্রোহের মাঝে নয়া সুবিধা কমিশনের

কলকাতা: পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে যখন বাংলাজুড়ে বিদ্রোহ দেখাচ্ছেন ভোট কর্মীদের একাংশ, ঠিক তখনই নয়া সুবিধা আনল নির্বাচন কমিশন৷ ভোট কর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত তথ্য এক ছাতার নিচে এনে নয়া পোর্টাল চালু করল নির্বাচন কমিশন৷ জানা গিয়েছে, ভোট কর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত তথ্য পোর্টালে আপলোড করেছে কনিশন৷ যা দেখে ঘরে বসেই ভোট করানোর প্রক্রিয়া শিখতে পারবেন৷

ভোট কর্মীদের বিদ্রোহের মাঝে নয়া সুবিধা কমিশনের

কলকাতা: পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে যখন বাংলাজুড়ে বিদ্রোহ দেখাচ্ছেন ভোট কর্মীদের একাংশ, ঠিক তখনই নয়া সুবিধা আনল নির্বাচন কমিশন৷ ভোট কর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত তথ্য এক ছাতার নিচে এনে নয়া পোর্টাল চালু করল নির্বাচন কমিশন৷

জানা গিয়েছে, ভোট কর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত তথ্য পোর্টালে আপলোড করেছে কনিশন৷ যা দেখে ঘরে বসেই ভোট করানোর প্রক্রিয়া শিখতে পারবেন৷ মোট ছ’টা মডিউলে ভাগ করা হয়েছে গোটা প্রক্রিয়া৷ ইভিএম ভিভিপ্যাট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা আছে৷ ভোট করানো সংক্রান্ত একের পর এক প্রশ্নের সঠিক উত্তর দেওয়া পর একটি অধ্যায় থেকে পরবর্তী অধ্যায়ে পৌঁছনো যাবে৷ আপাতত কলকাতা উত্তরে জন্য পোর্টালটি করা হয়েছে৷ ‘পোলস্টার’ নামের এই পোর্টালটি আজ অনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন সিজিও আরিজ আফতাব৷ pollstar.deokolkatanorth.in এই website সবাই ব্যবহার করতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − five =