কলকাতা: প্রচণ্ড গরমে উত্তপ্ত দক্ষিণবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে আজ, সোমবার চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে৷ বর্ধমান পূর্ব ও পশ্চিম, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদে অশান্তির আবহে চলছে ভোটের উৎসব৷ ভোটের অশান্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা৷
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে৷ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম৷ আবহাওয়াজনিত এই পরিস্থিতিতে উদ্বিগ্ন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, গরমের হাত থেকে ভোটারদের যতটা সম্ভব বাঁচানোর জন্য বুথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আগে থেকেই দেওয়া হয়েছে। ভোটারদের লাইনের উপর আচ্ছাদন দেওয়া, জলের ব্যবস্থা রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে৷ সেই মতো ব্যবস্থাও করা হয়েছে৷
গরমে বা অন্য কোনওভাবে ভোটার ও ভোটকর্মীরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের চিকিৎসার জন্য আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোটকর্মীদের কাছে মেডিক্যাল কিট থাকছে। যা প্রয়োজনে ভোটারদের জন্য ব্যবহার করা যাবে। বুথে কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দ্রুত যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জরুরি প্রয়োজনে কোন বুথ থেকে কোথায় অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি পাওয়া যাবে এবং কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তার ম্যাপ তৈরি করে রাখা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।