আইপিএলে মজে যুব সমাজ, মিছিলে লোক জুটছে না রাজনৈতিক দলের

রায়গঞ্জ: শুরু হয়েছে ক্রিকেটের মহা আয়োজন আইপিএল। আর আইপিএল ঘিরে শুরু হয়ে গিয়েছে আট থেকে আশির উন্মাদনা। সেই উন্মাদনার আঁচ লেগেছে ভোটের প্রচারেও। বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রার্থীদের বক্তব্য, সন্ধ্যা গড়াতেই আইপিএলের ম্যাচ দেখার জন্য রাস্তা, অলিগলি পথঘাট শুনশান হয়ে যাচ্ছে। টিভির সামনে বুঁদ হয়ে বসে যাচ্ছে যুবকরা। ক্রিকেটে ডুব দিচ্ছে আট থেকে আশি। যার জেরে

আইপিএলে মজে যুব সমাজ, মিছিলে লোক জুটছে না রাজনৈতিক দলের

রায়গঞ্জ: শুরু হয়েছে ক্রিকেটের মহা আয়োজন আইপিএল। আর আইপিএল ঘিরে শুরু হয়ে গিয়েছে আট থেকে আশির উন্মাদনা। সেই উন্মাদনার আঁচ লেগেছে ভোটের প্রচারেও।

বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রার্থীদের বক্তব্য, সন্ধ্যা গড়াতেই আইপিএলের ম্যাচ দেখার জন্য রাস্তা, অলিগলি পথঘাট শুনশান হয়ে যাচ্ছে। টিভির সামনে বুঁদ হয়ে বসে যাচ্ছে যুবকরা। ক্রিকেটে ডুব দিচ্ছে আট থেকে আশি। যার জেরে সন্ধ্যার পর প্রচারে যুবকদের উপস্থিতিও অনেকটাই কমে যাচ্ছে। এই অবস্থায় সব রাজনৈতিক দলের প্রার্থীরাই বেজায় উদ্বিগ্ন।

তাই বাধ্য হয়ে কোচবিহার থেকে শিলিগুড়ি থেকে মালদহ, উত্তরের সব রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাদের প্রচারের ধরনও পাল্টাতে হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই রাতের বদলে দিনের বেলায় বেশি করে প্রচারে জোর দিচ্ছেন। কেউ আবার রাতের দিকে প্রচারে জোর দিচ্ছেন। আবার প্রচারের জন্য আইপিএল খেলা দেখা থেকে বঞ্চিত হওয়ার কারণে অনেককে আক্ষেপ করতেও দেখা গিয়েছে।

যেমন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ক্রিকেট পেলে মজে যান তিনি। সেই গৌতমবাবু বলেন, আরে ভাই ক্রিকেটটা তো আমিও ভালোবাসি। কিন্তু ভোটের জন্য ক্রিকেট মিস করছি। কী আর করা যাবে। সন্ধ্যা নামতেই যুব সমাজ ডুবে যাচ্ছে ক্রিকেটে। ফলে প্রচারেও অদল বদল আনতে হচ্ছে। আলিপুরদুয়ার ও কোচবিহার এই দুই কেন্দ্রে আগামী ১১ এপ্রিল প্রথম দফার ভোট।

দার্জিলিং উত্তর দিনাজপুরে ভোট ১৪ এপ্রিল ।এই কেন্দ্রগুলির রাজনৈতিক দল ও তাদের প্রার্থীদের হাতে একেবারেই সময় নেই । ফলে আইপিএলের জন্য এই দুই কেন্দ্রের রাজনৈতিক দলগুলির প্রার্থীরাই এই মুহূর্তে সবচেয়ে বেশি উদ্বিগ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *