২০১৪ সাল থেকে তিনি লোকসভার সাংসদ। সিনেমার পর্দায় চোখের জলে ভাসিয়ে দিলেও সাংসদ হিসেবে লোকসভায় কোনও দিনই তাঁকে মুখ খুলতে দেখেনি কেউ। দীর্ঘদিন বাংলা সিনেমা জগতে বিভিন্ন ভুমিকায় অভিনয় করে সন্ধ্যা রায় তৃণমূল নেত্রী মমতার ব্যানার্জীর হাত ধরে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচনে জিতে এসে সাংসদ হন। সোমবার বছরের শেষ দিন সাংসদ সন্ধ্যা রায়ের হঠাৎই ইচ্ছে হয় যে তিনি তাঁর কেন্দ্রের মানুষের জন্য সংসদে দাঁড়িয়ে কিছু চাইবেন। চাইলেন! কয়েকটি পোস্ট অফিস। হিন্দি ভাষায় তাঁর বক্তব্য রাখেন তিনি এবং তাঁর কেন্দ্রে পোষ্ট অফিস দেওয়ার আর্জি জানান। ৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত মেদিনীপুর লেকসভা কেন্দ্র। তার মধ্যে আছে এগরা, দাঁতন, কেশিয়ারী, খড়গপুর সদর, নারায়ণগড়, খড়গপুর ও মেদিনীপুর। এত বড় অঞ্চলে নানা কঠিন সমস্যা আছে। কিন্তু কোনও সমস্যাই সাংসদ সন্ধ্যা রায়ের বড় বলে মনে হয়নি বা লোকসভায় উত্থাপনযোগ্য বলে মনে না হওয়ায় তিনি তাঁর কেন্দ্রের জন্য পোস্ট অফিস চাইলেন।
পাঁচ বছরের প্রথম প্রশ্নে খোরাক হলেন সন্ধ্যা রায়
২০১৪ সাল থেকে তিনি লোকসভার সাংসদ। সিনেমার পর্দায় চোখের জলে ভাসিয়ে দিলেও সাংসদ হিসেবে লোকসভায় কোনও দিনই তাঁকে মুখ খুলতে দেখেনি কেউ। দীর্ঘদিন বাংলা সিনেমা জগতে বিভিন্ন ভুমিকায় অভিনয় করে সন্ধ্যা রায় তৃণমূল নেত্রী মমতার ব্যানার্জীর হাত ধরে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচনে জিতে এসে সাংসদ হন। সোমবার বছরের শেষ দিন সাংসদ সন্ধ্যা রায়ের হঠাৎই ইচ্ছে