কলকাতা: ভোটের মুখে খাস কলকাতায় হাওয়ালা কারবারের পর্দা-ফাঁস করল আয়কর দপ্তর৷ বড়বাজার-পোস্তা থেকে উদ্ধার ৪ কোটি টাকা৷ বিপুল পরিমাণ এই নগদ অর্থের হিসাব দেখাতে না পারায় বাজেয়াপ্ত ৪ কোটি টাকা৷ ভোটের মুখে নগদ কারবার রুখতে বেশ সক্রিয় হয়ে উঠেছে আয়কর দপ্তর৷ শহরের বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি৷ দপ্তরের সন্দেহ, ওই টাকা ভোটে ব্যবহার করার ছক ছিল হাওয়ালা কারবারিদের৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর৷
অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত আয়কর দপ্তর উত্তর-পূর্বে ২৪টি লোকসভা কেন্দ্রে ১১২ জেলা মিলিয়ে ১ কোটি ৯৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার রাতে অরুণাচলের পাসিঘাটে এক বিজেপি প্রার্থীর গাড়ি থেকে ১ কোটি ৮০ লক্ষ ও বুধবার অসমের ডবকায় একটি গাড়ি থেকে ৬৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত পাঁচটি ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ১০ লক্ষের বেশি টাকা জমা ও তোলার সন্দেহজনক ঘটনা নজরে আসে আয়কর দপ্তরের। এমন ২০০টি ঘটনা নিয়ে তদন্তও শুরু হয়েছে। দপ্তরের সন্দেহ, ওই টাকা ভোটে ব্যবহার হচ্ছে। এই অঞ্চলের ১২টি বিমানবন্দর ও বিভিন্ন স্থানে নজরদারির জন্য ১৫০ জন অফিসার নিয়োগ করা হয়েছে। টাকার লেনদেন রুখতে উত্তর-পূর্বের ১১২টি জেলায় নজরদারি চালাতে আয়কর দফতর ‘দ্য উইং’ নামে বিশেষ শাখা গঠন করেছে।