কেন্দ্র-রাজ্য সংঘাতে কাজ হারানোর মুখে সাড়ে চার হাজার কর্মী

কলকাতা: ফের কেন্দ্র-রাজ্য সংঘাতে জেরে চূড়ান্তা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন কয়ের হাজার কর্মী৷ সেচের কেন্দ্রীয় প্রকল্পে গড়িসমির জেরে কাজ হারানোর মুখে প্রায় চার হাজার স্বনির্ভর গোষ্ঠী কর্মী ও প্রায় চারশো কর্মী চুক্তিভিত্তিতে কাজ করা কর্মীরা৷ ফলে, এই মুহূর্তে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের। ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম (আই ডব্লু এম পি) ২০১৩ সাল নাগাদ কেন্দ্রীয় প্রকল্প

কেন্দ্র-রাজ্য সংঘাতে কাজ হারানোর মুখে সাড়ে চার হাজার কর্মী

কলকাতা: ফের কেন্দ্র-রাজ্য সংঘাতে জেরে চূড়ান্তা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন কয়ের হাজার কর্মী৷ সেচের কেন্দ্রীয় প্রকল্পে গড়িসমির জেরে কাজ হারানোর মুখে প্রায় চার হাজার স্বনির্ভর গোষ্ঠী কর্মী ও প্রায় চারশো কর্মী চুক্তিভিত্তিতে কাজ করা কর্মীরা৷ ফলে, এই মুহূর্তে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের। ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম (আই ডব্লু এম পি) ২০১৩ সাল নাগাদ কেন্দ্রীয় প্রকল্প হিসেবে চালু হয়। ২০১৫ সালে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার (পিএমকেএসওয়াই) আওতায় আসে প্রকল্পটি। অভিযোগ, কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে এই প্রকল্পের কাজ প্রায় বন্ধ হওয়ার মুখে৷

এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়টি সম্পর্কে তাঁরা অবহিত আছেন। কীভাবে এই সমস্যা থেকে বের হওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প বন্ধ করে দিচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছেন। এখানেও সেরকম কিছু হবে বলে আশবাদী মন্ত্রী। এই প্রকল্পের কর্মীদের সংগঠন বেশ কিছু দিন আগে তাঁদের অনিশ্চয়তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছিল। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে বিষয়টি কৃষি দপ্তরকে দেখতে বলা হয়। আই ডব্লু এম পি প্রকল্পটিতে আগে কেন্দ্রীয় সরকার ৯০ শতাংশ অর্থ দিত। বাকি ১০ শতাংশ রাজ্য দিত। পরে কেন্দ্রীয় সরকারের দেয় অংশ কমে ৬০ শতাংশ হয়। বাকি ৪০ শতাংশ রাজ্য সরকার দেয়। প্রকল্পটি পরিচালনার জন্য ওয়েস্ট বেঙ্গল ওয়াটার শেড ডেভেলপমেন্ট এজেন্সি নামে একটি বিশেষ সংস্থা আগেই গঠন করেছে রাজ্য সরকার। অভিযোগ, কেন্দ্রের তরফে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =