গভীর জঙ্গলে দুটি পেঁচা ও একটি সাপ আমার প্রাণ বাঁচিয়েছিল: মমতা

আজ বিকেল: ‘আমদের ভুল বুঝে বিজেপির কথায় নাচবেন না, ওরা সর্বনাশ করে দেবে।’ সোমবার ঝাড়গ্রামের জনসভা থেকে এভাবেই মোদি সরকারকে বিঁধলেন মমতা।ফনি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে না যোগ দেওয়া এবং দু’বার ফোন করার পরেও উত্তর না দেওয়া প্রসঙ্গকে টেনে এদিন মমতা বলেন, “গতবার যখন বন্যা হল, তখন তো তিনি কিছু বলেননি।” মোদির হাত ধরে বিজেপিকে সমর্থন

গভীর জঙ্গলে দুটি পেঁচা ও একটি সাপ আমার প্রাণ বাঁচিয়েছিল: মমতা

আজ বিকেল: ‘আমদের ভুল বুঝে বিজেপির কথায় নাচবেন না, ওরা সর্বনাশ করে দেবে।’ সোমবার ঝাড়গ্রামের জনসভা থেকে এভাবেই মোদি সরকারকে বিঁধলেন মমতা।ফনি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে না যোগ দেওয়া এবং দু’বার ফোন করার পরেও উত্তর না দেওয়া প্রসঙ্গকে টেনে এদিন মমতা বলেন, “গতবার যখন বন্যা হল, তখন তো তিনি কিছু বলেননি।”

মোদির হাত ধরে বিজেপিকে সমর্থন করলে ঝাড়গ্রামের মানুষ আসলে কিছুই পাবে না, বিপদের মধ্যে হারিয়ে যাবে। এদিন এই প্রসঙ্গেই ২০১২-র একটি গল্পও শোনান তিনি। বলেন, “২০১২ সালে বন্যার সময় আমি ঝাড়গ্রামে এসেছিলাম। কোনও সিকিউরিটি ছাড়াই ঢুকে পড়েছিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ও মা ! হঠাৎ দেখি একটা লক্ষ্মী প্যাঁচা আমার গাড়ির উপর এসে বসল। আমি ভাবলাম হয়তো এমনিই এসে বসেছে! খানিকটা যাওয়ার পর দেখি আর একটা প্যাঁচা! মানে আমাদের বুঝিয়ে দিচ্ছিল তোমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছ। জঙ্গলের মধ্যে আরও কিছুটা যাওয়ার পর দেখি রাস্তা জুড়ে একটা বড় সাপ ফণা তুলে দাঁড়াল। আমি তখন বলি, আর যাওয়া যাবে না। বিপদ আছে।” এরপর মমতা বলেন, “সেটা দেখেই পুলিশকে ফোন করি। তখন তাঁরা বলেন, আপনারা ভুল রাস্তায় চলে গিয়েছেন। গভীর জঙ্গলের দিকে চলে গিয়েছিলাম আমরা।”

এদিন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী। সেই মঞ্চ তেকে ঝাড়গ্রামের বর্তমান তৃণমূল নেতাদের ভুল ত্রুটিও স্বীকার করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *