কলকাতা: স্নাতক উত্তীর্ণদের শিক্ষানবিশ হিসাবে স্কুলে নিয়োগের প্রতিবাদ জানিয়ে রাজপথে নামছে বাম ছাত্র যুব সংগঠন৷ এসএফআই ও ডিওয়াইএফআইয়ের তরফে বৃহস্পতিবার বিকালে সাড়ে তিনটে নাগাদ মহা-মিছিলের ডাক দিয়েছে৷ মৌলালী মোড় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন রাজ্যের কয়েক হাজার পড়ুয়া৷
দুটি সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানানো হয়েছে৷ রাজপথে নামার পাশাপাশি বৃহস্পতিবার রাজ্যের ২২টি জেলায় স্কুল শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানো ও ডেপুটেশন দেওয়া হবে বলে বাম ছাত্র সংগঠনের তরফে জানানো হয়েছে৷ রাজ্য সরকারের নয়া ভাবনার বিরোধিতার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার আগেই পরিকাঠামো, ফি বৃদ্ধির মতো দাবি নিয়ে জেলায় জেলায় প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন, মিছিল, প্রতিবাদসভার ডাক দেওয়া হয়েছে৷