Aajbikel

বার্সেলোনায় মমতাকে 'প্রধানমন্ত্রী' বলে সম্বোধন শিল্পীর, প্রতিক্রিয়া ভারতীয় রাষ্ট্রদূতের

 | 
মমতা

 কলকাতা: বাংলায় শিল্পের জন্য লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছেন বাংলার মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। দুবাই হয়ে স্পেনে পৌঁছন তিনি৷ সফর শুরু করেন মাদ্রিদ থেকে৷ সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের পর আপাতত তিনি রয়েছেন বার্সেলোনায়৷ সেখানে প্রবাসী বাঙালি এবং অবাঙালি ভারতীয়দের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখে উঠে এল 'ভারতের ধারণা'। বার্সার ওই অনুষ্ঠানেই এক শিল্পী বাংলার মুখ্যমন্ত্রীকে 'প্রধানমন্ত্রী' বলে সম্বোধন করে বসেন। যা শোলার পর মমতা নিজেও হেসে ফেলেন।  

এদিন প্রবাসী বাঙালি ও অবাঙালি ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের সময় সর্বধর্ম সমন্বয়, বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেন ভারতে ভাষার বৈচিত্রের প্রসঙ্গ। তিনি বলেন, 'দক্ষিণ ভারতের মানুষ হিন্দি না বললেও খুবই স্মার্ট। আবার বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের ভাষার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। বাংলাতেও এক এক জায়গার মানুষের কথায় রয়েছে এক এক রকম টান। আর সব মিলিয়েই আমাদের দেশ।' 

গতকাল বার্সেলোনার এল প্যালেস হোটেলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠকে মমতার সঙ্গে মাদ্রিদ থেকে বার্সেলোনায় এসেছিলেন রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক এবং তাঁর স্ত্রী। মাদ্রিদে মমতার অন্যান্য বাণিজ্যিক বৈঠকেও উপস্থিত ছিলেন দীনেশ৷ গতকাল তাঁর সামনেই মমতাকে 'প্রধানমন্ত্রী' বলে সম্বোধন করেন জৈনিক শিল্পী।  

ভুল বুঝতে পেরেই অবশ্য নিজেকে শুধরে নেন ওই শিল্পী। এদিকে মমতাকে 'প্রধানমন্ত্রী' সম্বোধন করতেই রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েকের প্রতিক্রিয়া, 'ছ’মাস আগেই সম্বোধন?' সব দেখে শুনে মমতা নিজেও হাসি ধরে রাখতে পারেননি৷ 

Around The Web

Trending News

You May like