ছ’বছরে রেকর্ড পতন বাংলার তাপ মাত্রা, রাজধানী ৩.৮ ডিগ্রি

কলকাতা: বছর শেষে রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়ল শীত৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ টানা ৯দিন ধরে রেকর্ড পতন তাপমাত্রার৷ ছ’বছরে রেকর্ড পতন শহরের তাপ মাত্রার৷ আজ কোচবিহারে ৮, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া, মালদহ, ১০ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে ১১ ডিগ্রি৷ বহরমপুর ও ঝাড়গ্রামে ১২ ডিগ্রি সেলসিয়াস৷ অন্যদিকে, রাজধানী দিল্লিতে তাপমাত্রার

ছ’বছরে রেকর্ড পতন বাংলার তাপ মাত্রা, রাজধানী ৩.৮ ডিগ্রি

কলকাতা: বছর শেষে রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়ল শীত৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ টানা ৯দিন ধরে রেকর্ড পতন তাপমাত্রার৷ ছ’বছরে রেকর্ড পতন শহরের তাপ মাত্রার৷ আজ কোচবিহারে ৮, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া, মালদহ, ১০ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে ১১ ডিগ্রি৷ বহরমপুর ও ঝাড়গ্রামে ১২ ডিগ্রি সেলসিয়াস৷ অন্যদিকে, রাজধানী দিল্লিতে তাপমাত্রার পাদর নেমে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস৷ সারা উত্তর ভারত জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত৷ সঙ্গে কুয়াশার দাপট৷ বিঘ্নিত রেল ও সড়ক পরিবহণ ব্যবস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 19 =