১ বছরে ৭টা ট্রেন দুর্ঘটনা! জুনেই কেন ঘটে এমন বিপদ?

কলকাতা: ১ বছরের মধ্যে ৭টা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! সেই জুন মাসেই ঘনিয়ে এল একইরকম বিপদ৷ মনে করে দেখুন জুনেই ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেসের বিপত্তি৷ এনজেপি স্টেশন…

কলকাতা: ১ বছরের মধ্যে ৭টা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! সেই জুন মাসেই ঘনিয়ে এল একইরকম বিপদ৷ মনে করে দেখুন জুনেই ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেসের বিপত্তি৷ এনজেপি স্টেশন থেকে ছেড়ে এসে নীচবাড়ি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ আচমকাই সেই লাইনে তীব্র গতিতে ছুটে এল একটি কন্টেনার বোঝাই মালগাড়ি৷ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারল মালগাড়ির ইঞ্জিন৷ ঠিকই অনেকটা এমনভাবেই ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেসের সেই মারাত্মক দুর্ঘটনা৷ ২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷ সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরেছিল যাত্রীবাহী ট্রেনটি৷ ভয়াবহ এই দুর্ঘটনায় স্বভাবতই রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কীভাবে একই লাইনে চলে এল দুটি ট্রেন?

গত ১ বছরে নাই নাই করে ৭টা মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে৷ তার মধ্যে অন্যতম বালাসোরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা৷

৯ অক্টোবর, ২০২৩: অন্ধ্রপ্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ১৪ জন যাত্রী নিহত হন। রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনটি অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার কান্তকাপলিলীতে হাওড়া-চেন্নাই লাইনে পিছন থেকে বিশাখাপত্তনম পলাসা ট্রেনটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত হন ৫০-এরও বেশি যাত্রী। দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ট্রেনের চালক ও সহকারী চালক ফোনে ক্রিকেট ম্যাচ দেখছিলেন।

২৮ ফেব্রুয়ারি ২০২৪: ঝাড়খণ্ডের জামতারা এবং বিদ্যাসাগর স্টেশনের মধ্যে একটি ট্রেন বহু লোকের উপর দিয়ে চলে যায়। এই দুর্ঘটনায় ১২ জন ট্রেনের ধাক্কা খায়। যার মধ্যে ২ জনের মৃত্যু হয়। আসলে, বেঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেস ডাউন লাইনে যাচ্ছিল। নয়াদিল্লি থেকে কামাখ্যাগামী বক্সার উত্তর এক্সপ্রেস ১১ অক্টোবর ২০২৩-এ বিহারের বক্সার জংশন রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়। ট্রেনের ২৪ বগি লাইনচ্যুত হয়। বক্সার জেলা প্রশাসন জানায়, দুর্ঘটনায় ৬০ থেকে ৭০ জন আহত হয়েছে। মারা যান ৪ জন।

নয়াদিল্লির জাখিরা ফ্লাইওভারের কাছে ১৭ ফেব্রুয়ারি ২০২৪-এ ট্রেন দুর্ঘটনা ঘটে। এখানে পণ্যবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়।  পণ্যবাহী ট্রেনে লোহার শিটের রোল বোঝাই করা হয়েছিল। সারাই রোহিল্লা রেলওয়ের কাছে একটি পণ্যবাহী ট্রেনের ১০ বগি লাইনচ্যুত হয়।

১৮ জানুয়ারি, ২০২৪: ঝাড়খণ্ডের গামহারিয়া রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়। টাটানগর স্টেশনে যাচ্ছিল নয়াদিল্লি-পুরী উৎকল এক্সপ্রেস। গামহারিয়া রেলওয়ে স্টেশনের কাছে ঘন কুয়াশার কারণে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় চারজন মারা যান। এছাড়াও

2 জুন ২০২৪:

পঞ্জাবের ফতেগড় সাহেবে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। সিরহিন্দের মাধোপুরের কাছে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *