কলকাতা: ভারতের পাশাপাশি বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। তার সঙ্গে বাংলায় বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এই প্রসঙ্গে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি জানান, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বেডের সমস্যা হচ্ছে। করোনার বেড বাড়ানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে রাজ্য সরকার কথা বলছে করোনার বেডের বিষয়ে। যেমন ডিশান হাসপাতাল, ঢাকুরিয়া আমরি প্রভৃতি। ডিশান হাসপাতালের একটি নতুন ব্লিডিং কোভিডের জন্য করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকুরিয়া আমরিতে বেশি করে করোনা রোগীকে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি একটা ডেন্টাল কলেজকে কোভিড হাসপাতালে পরিণত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নীলরতন সরকারে এবার থেকে কোভিড রোগী নেওয়া হবে। সেখানে করোনার জন্য ১১০টা বেড ঠিক করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা হচ্ছে। যার ফলে তিনি মনে করছেন, খুব শীঘ্রই করোনার জন্য প্রায় তিন হাজার বেড পাওয়া যাবে।
বৃহস্পতিবার বৈঠকে পাশাপাশি জানিয়েছেন, বাংলায় অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১২,৭৪৭। বাংলায় করোনা রোগীর সুস্থের হরা একসময় ৬৭ শতাংশ হয়ে গেলেও বর্তমানে তা ৬০.৬ শতাংশে হয়ে গিয়েছে। এর কারণ হিসেবে তিনি মনে করছেন, বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। পাশাপাশি সুস্থ হতে কমপক্ষে ১৪ দিন সময় লাগছে। তিনি জানিয়েছেন, করোনায় সুস্থ হয়ে গেলে চিকিৎসকরা যেন ১৪ দিনের আগে ছেড়ে দেন। এর ফলে করোনায় বেডের সংখ্যার ভারসাম্য বজায় থাকবে। বাংলায় মোট এক হাজার জনের করোনায় মৃত্যু হয়েছে বুধবার পর্যন্ত। তারমধ্যে ৮১৫ জনের কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। কো-মর্বিডিটি বলতে মূলত রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসকষ্ট জনিত রোগ, কিডনির রোগ ও ক্যানসার থাকলে ধরা হচ্ছে।