কলকাতা: শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন৷ দেখতে গেলে হাতে আর মাত্র দু’মাস৷ তবে করোনা আবহে এ বছর কলকাতার দুর্গাপুজোয় থাকবে না সেই জৌলুস৷ কিছুটা নমো নমো করেই হয়তো পুজো সারবেন কমিটির কর্তারা৷ তবে এ বিষয়ে নিশ্চিত ভাবে বলা না গেলেও, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা দর্শন করানোই এখন পুজো কমিটিগুলির মাথাব্যাথার মূল কারণ৷
এই সমস্যা দূর করতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ কলকাতার তিনটি বড় পুজো কমিটি৷ ফি বছর এই তিন পুজো মণ্ডপে উপচে পড়ে মানুষের ভিড়৷ এই বছর লাগাম ছাড়া ভিড় এড়াতে সতর্ক উদ্যোক্তারাও৷ এক সঙ্গে হাত মিলিয়ে দক্ষিণ কলকাতার এই তিন পুজো কমিটি আনলেন ‘ড্রাইভ-ইন-দর্শন’ কনসেপ্ট৷ এই ব্যবস্থাপনায় গাড়ি নিয়ে প্রতিমা দর্শনে বেরনো মানুষরা গাড়িতে বসেই দর্শন করতে পারবেন মাতৃ প্রতিমা৷ পুজো প্যান্ডেলের সামনে গাড়ির গতি কমিয়ে তাঁরা দেখতে পারবেন মণ্ডপের সজ্জা ও প্রতিমা৷
আরও ুপড়ুন- গার্হস্থ্য হিংসায় লাগাম টেনে মেয়েদের শিক্ষার বিকাশে তৈরি ভিজিল্যান্স গ্রুপ
বাদামতলা পুজো কমিটির কর্মকর্তা কপিল দেব পাঠক বলেন, ‘‘এই বছর সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক৷ ফলে প্যান্ডেলের সামনে ভিড় কমানোই আমাদের প্রধান লক্ষ্য৷ আমাদের সহযোগী টেক্সাস-এর সদস্য মৃদুল পাঠকের মাথায় এই অভিনব চিন্তাটি আসে৷ এই বছর তাই আমরা ড্রাইভ-ইন কনসেপ্ট চালু করছি৷ একই পদ্ধতি নেবে দক্ষিণ কলকাতার আরও দুই পুজো কমিটি৷’’ তিনি আরও জানান, পুজো প্যান্ডেলের সামনে গাড়িগুলি আসার সঙ্গে সঙ্গে তাতে স্যানিটাইজার স্প্রে করা হবে৷ এছাড়াও প্যান্ডেলের প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে দূরত্ববিধি যাতে রক্ষা করা যায়, তারও চেষ্টা করা হবে৷ ক্লাবের স্বেচ্ছাসেবকেরা নজর রাখবেন, যাতে দর্শকেরা মাস্ক পরে ঢোকেন। এবং প্যান্ডেলে প্রবেশের সময় প্রত্যেককে স্যানিটাইজার দেওয়া হবে।
আরও পড়ুন- BREAKING: কবে চালু হবে লোকাল, মেট্রো, দূরপাল্লার ট্রেন? নয়া বিজ্ঞপ্তি রেলের
পাঠক জানান, ‘‘গাড়ি চলার পথ এমন ভাবে ঠিক করা হবে যাতে ৬৬ পল্লীর দিকে যাওয়ার আগে বাদামতলার মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারেন আগত দর্শনার্থীরা৷ এবং এই পথে এগিয়ে গেলেই পড়বে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো৷’’ এই বছর সত্যজিৎ রায়ের স্মরণে তাঁকে শ্রদ্ধা জানিয়েই হবে তাঁদের পুজো প্যাণ্ডেলের থিম৷ পাঠক জানান, ‘‘এই বছর সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বাদামতলায় ফুটে উঠবে ‘পথের পাঁচালি’, ৬৬ পল্লিতে ফুটে উঠবে ‘অপরাজিত’ এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজোয় দেখা যাবে ‘অপুর সংসার’৷’’