জগদ্দলে এবার পুলিশকে লক্ষ্য করে বোমা, জখম দুই কর্মী

জগদ্দলে এবার পুলিশকে লক্ষ্য করে বোমা, জখম দুই কর্মী

জগদ্দল: এবার দুষ্কৃতীদের নিশানায় পুলিশ৷ রাতের অন্ধকারে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি৷ বুধবার গভীর রাতে জগদ্দলের ১৭ নং ওয়ার্ডের আটচালা বাগান রোড এলাকার ঘটনা৷ যার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বোমার ঘায়ে গুরুতর জখম দুই পুলিশ কর্মী৷ ঘটনার জেরে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দুষ্কৃতীদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে রাতে আটচালা বাগান রোড এলাকায় যায় জগদ্দল থানার পুলিশ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি লক্ষ করে বেশ কয়েকটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার ঘায়ে দুই পুলিশ কর্মী জখম হন। ফলে শুরুতেই বেশ কিছুটা পিছু হঠতে হয় পুলিশকে৷ পরে বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থলের দখল নেয়৷ রাতভর চলেছে তল্লাশি৷ এলাকায় মোতায়েন করা হয়েছে বাহিনী৷

পরিস্থিতির জন্য অবশ্য পুলিশ এবং রাজনৈতিক নেতাদের দুষছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের কথায়, তাঁদের কথায়, ভোট মিটে গেলেও এলাকায় বোমা,গুলির বিরাম নেই৷ যখন তখন এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চলছে৷ ঘটনার পর পুলিশ আসছে৷ তদন্তের আশ্বাস দিচ্ছে৷ কিন্তু পুলিশ যদি সক্রিয় হত, তাহলে একের পর এক ঘটনা ঘটে কি করে? এলাকায় দুষ্কৃতী-রাজই বা জারি থাকে কি করে? যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পুলিশের শীর্ষ কর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fourteen =