দার্জিলিং: আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ জোড়বাংলোতে শিলিগুড়ি গামী টয় ট্রেন লাইনচ্যুত হয়। ঘুমের কাছে জোরবাংলোয় লাইনচ্যুত হয় ট্রেনটি। দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলে খবর। দার্জিলিং থেকে নিউ শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে লাইনচ্যুত হয় ট্রেনটি৷ আতঙ্কিত হওয়ায় যাত্রীকে নামিয়ে আনা হয় নিরাপদ আশ্রয়ে৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ির এডিআরএম-এর পক্ষ থেকে৷
লাগাতার মোর্চার আন্দোলনে ফলে তৈরি হওয়া সংঘর্ষের পরিবেশ ও পাহাড় ধসে দীর্ঘদিন বন্ধ ছিল ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে স্বীকৃত পাহাড়ের টয় ট্রেন৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও শুরু হয় তার যাত্রা৷ নতুন করে এর ঐতিহ্যের স্বাদ পেতে পাহাড়ে ছুঁটে যান বিভিন্ন জায়গার মানুষ৷ তবে এই ঘটনা মানুষের সেই আনন্দ-উচ্ছ্বাসে আতঙ্কের পরিবেশ তৈরি করবে বলে মনে করছেন অনেকে৷ প্রশ্ন উঠছে টয় ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে৷ তবে এই ঘটনার সম্পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷