ব্রেকিং: মৃত্যুপুরী শীতলকুচিতে মমতার সফরে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের!

ব্রেকিং: মৃত্যুপুরী শীতলকুচিতে মমতার সফরে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের!

 

কলকাতা: শীতলকুচি-কাণ্ডে এবার বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর পর শীতলকুচিতে ৭২ ঘণ্টার জন্য রাজনৈতিক দলগুলির জন্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন৷

শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর প্রতিবাদে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনার প্রতিবাদ করে সারা বাংলায় আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নির্বাচনী জনসভা থেকে তিনি ঘোষণা করেন, আগামীকাল রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে কালোব্যাজ পরে মিছিল হবে৷ এই ঘটনার প্রতিবাদে৷  একইসঙ্গে তিনি নিজে আগামীকাল ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন মমতা৷ শীতলকুচির এই ঘটনায় ইতিমধ্যেই ফের একবার বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি৷ একইসঙ্গে পদত্যাগ চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শীতলকুচি সফরের আগে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষর মহলের একাংশ৷

আজ বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৭২ ঘণ্টার জন্য শীতলকুচিতে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিকা প্রবেশ করতে পারবে না৷ একই সঙ্গে আগামী দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে৷ অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় বনগাঁ দক্ষিণের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন৷ তিনি মন্তব্য করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে এবং ভোটারদের মেরেছে৷ এই ঘটনার প্রতিবাদে আগামীকাল সারা বাংলা জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি ঘোষণা করেছেন, জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে কালো ব্যাজ পড়ে মিছিল বের হবে এবং তিনি আগামীকাল নিজে ঘটনাস্থলে যাবেন৷ একই সঙ্গে তিনি এই ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন৷ মমতার এই ঘোষণার পর কমিশনের নিষেধাজ্ঞা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =