ভবানীপুরে মমতার বিরুদ্ধে দুই প্রার্থী প্রিয়াঙ্কা- শ্রীজীব, জেনে নিন তাঁদের পরিচয়

ভবানীপুরে মমতার বিরুদ্ধে দুই প্রার্থী প্রিয়াঙ্কা- শ্রীজীব, জেনে নিন তাঁদের পরিচয়

76931c4907974061cf2f101477b4c776

কলকাতা: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই প্রার্থী ঘোষণা করেছিল বামেরা৷ এবার প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির৷ ভবানীপুরে বিজেপি’র প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ অন্যদিকে, রয়েছেন বাম প্রার্থী  শ্রীজীব বিশ্বাস৷ 

আরও পড়ুন- খরচ কমাতে রাস্তার জন্য বরাদ্দ বাজেটের প্রায় ৬০ শতাংশ কাটছাঁট, তীব্র সমালোচনা বিরোধীদের

কিন্তু কে এই প্রিয়াঙ্কা টিবরেওয়াল? 

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আরও একটি পরিচয় রয়েছে প্রিয়াঙ্কার৷ তিনি একজন আইনজীবী৷ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক পাশ করার পর প্রিয়াঙ্কা চলে আসেন কলকাতায়৷ এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে উচ্চশিক্ষা লাভ করেন৷ হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে ওকালতি করেন প্রিয়াঙ্কা৷ ভোট পরবর্তী হিংসা মামলাতেও বিজেপি’র আইনজীবী এই প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০১৪ যোগ দিয়েছিলেন বিজেপি-তে। বিজেপি’র যুব মোর্চার গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তিনি৷ বিধানসভা ভোটেও প্রার্থী করা হয়েছিল তাঁকে৷ তবে এন্টালিতে স্বর্ণকমল সাহার কাছে ৫৮ হাজার ভোটে পরাজিত হন৷  

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল৷ ছয় জনের নাম পাঠানো হয়েছিল দিল্লিতে৷ অবশেষে প্রার্থী করা হয় প্রিয়াঙ্কাকে৷ উল্লেখ্য বিধানসভা ভোটে এই কেন্দ্রে প্রার্থী ছিলেন রুদ্রনীল ঘোষ৷ কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ৩০ হাজার ভোটে পরাজিত হন তিনি৷ 

আরও পড়ুন- আক্রমণের ঝাঁঝ বাড়াতে ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে রয়েছেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস৷ ৩১ বছরেরে শ্রীজীবও পেশায় আইনজীবী৷ ছাত্রজীবন থেকেই তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত৷ তিনি ভবানীপুরের ঘরের ছেলে৷ উল্লেখ্য, বিধানসভা ভোটে এই কেন্দ্রে প্রার্থী দিয়েছিল কংগ্রেস৷ উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী না দেওয়ায় প্রার্থী দেয় সিপিএম৷ এসএফআই-এর সদস্য শ্রীজীব অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনেরও সদস্য৷ তাঁর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেভিওয়েট নয়, শুধুমাত্র একজন প্রার্থী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *