DA মামলার গুরুত্বপূর্ণ আপডেট, স্বস্তিতে রাজ্য

কলকাতা: আরও আইনি জটিলতায় জড়াল ডিএ মামলা৷ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মামলায় স্যাট-এর নির্দেশকে পুনর্বিবেচনা করার আর্জি গ্রহণ করল কলকাতা হাই কোর্ট৷ আগামী ১৪ ডিসেম্বর স্যাট-এর নির্দেশ পুনর্বিবেচনার আজি জানিয়ে রাজ্যের দায়ের করা মামলা শুনবে কলকাতা হাই কোর্ট৷ জাতীয় পেনশন স্কিম বা NPS-এ বড় ঘোষণা কেন্দ্রের হাইকোর্টের রায়ে সরকারপক্ষ ও মামলার আবেদনকারীকে যথাক্রমে তিন

DA মামলার গুরুত্বপূর্ণ আপডেট, স্বস্তিতে রাজ্য

কলকাতা: আরও আইনি জটিলতায় জড়াল ডিএ মামলা৷ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মামলায় স্যাট-এর নির্দেশকে পুনর্বিবেচনা করার আর্জি গ্রহণ করল কলকাতা হাই কোর্ট৷ আগামী ১৪ ডিসেম্বর স্যাট-এর নির্দেশ পুনর্বিবেচনার আজি জানিয়ে রাজ্যের দায়ের করা মামলা শুনবে কলকাতা হাই কোর্ট৷

জাতীয় পেনশন স্কিম বা NPS-এ বড় ঘোষণা কেন্দ্রের



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

হাইকোর্টের রায়ে সরকারপক্ষ ও মামলার আবেদনকারীকে যথাক্রমে তিন সপ্তাহ ও পরবর্তী এক সপ্তাহের মধ্যে হলফনামা স্যাটে জমা দিতে বলা হয়েছিল৷ কিন্তু সরকার পক্ষ কোনও হলফনামা দেয়নি বলে অভিযোগ৷ রাজ্য হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করে৷ কিন্তু এদিন হাইকোর্টের বিতারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি সরফের ডিভিশন বেঞ্চে জানিয়ে দেয়, রাজ্যের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হবে৷

গত ১৬ মাস ধরে আইনি যুক্তি, পাল্টা যুক্তির লড়াই শেষে সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় কলকাতা হাইকোর্ট৷ সরকারি কর্মীদের মহার্ঘভাতা আইনসিদ্ধ অধিকার এই দাবিতে সিলমোহর দেয় আদালত৷ ২০১৭ সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ মহার্ঘভাতা নিয়ে মামলার শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। মহার্ঘ ভাতা দেওয়া না দেওয়া সরকারের ইচ্ছের অধীন৷ সরকারের এই দাবিতে সিলমোহর দিয়েছিল স্যাটও৷ পরে, হাই কোর্টের রায়ে জয় পান সরকারি কর্মীরা৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =