ভাইফোঁটার বাজার ধরতে এল ইমিউনিটি সন্দেশ

ভাইফোঁটার বাজার ধরতে এল ইমিউনিটি সন্দেশ

হাওড়া: একের মধ্যে অনেকের স্বাদ৷ একটি সন্দেশ কিনলে তার সঙ্গেই ফ্রি হিসেবে পেয়ে যাবেন  চকোলেট, মধু, কাজু, কিসমিস এবং নারকেলের স্বাদ! হ্যাঁ, প্রস্তুতকারক সংস্থার দাবি তেমনই৷ ভাইফোঁটার বাজার ধরতে এমনই অভিনব প্রয়াস দেখা গেল  হাওড়ার সালকিয়ায়৷

রথ দেখা ও কলা বেচা দুইই সারতে এই অভিনব সন্দেশ নিয়ে আসা হয়েছে বাজারে৷ থরে থরে সাজানো সেই সন্দেশ দেখে লোভ সামলানো সত্যি দুরূহ৷ উদ্যোক্তারা বলছেন, ভাইফোঁটা উপলক্ষ্যেই এই আয়োজন৷ তাই এই বিশেষ দিনকে সামনে রেখেই বাজারে আনা হল এই ইমিউনিটি সন্দেশ৷ শুধু অত্যাধুনিক সন্দেশই নয়, থাকছে সুগার ফ্রি এবং ডায়াবেটিস সন্দেশ৷ এছাড়াও খাজা, গজা, রসগোল্লা, চমচম, গোলাবজামুনের মতো আরও অনেক সুস্বাদু মিষ্টি৷

প্রস্তুতকারক সংস্থার দাবি, এই সন্দেশ জিভে রাখলে শুধু মুহূর্তে গলে যাবে এমনটা নয় মিষ্টির সঙ্গে পাবেন চকোলেট, মধু, কাজু, কিসমিস এবং নারকেলের স্বাদ! ভাবছেন, সুগার বা ডায়াবেটিস থাকা রোগীর ক্ষেত্রে? নো-প্রবলেম৷ তাঁদের জন্যও রয়েছে সুগার ফ্রি এই হরেক রকম বা স্বাদের ইমিউনিটি সন্দেশ৷

করোনা অতিমারীর পরিস্থিতির কথা মাথায় রেখে, খাদ্যরসিক ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে এবারের ভাইফোঁটায় সন্দেশে এমনই অভিনবত্ব নিয়ে এসেছে হাওড়ার সালকিয়ার এক বেকারি সংস্থা৷ স্বভাবতই উপচে পড়ছে ক্রেতার ভিড়৷ বেকারির কর্মীরা বলছেন, ভাইফোঁটা মানেই ভাই ও বোনদের জন্য এক বিশেষ দিন। যে দিন প্রতিটি বোন তাদের ভাইদের কপালে ফোঁটা দেয় ও তাদের ভাই বা দাদাদের দীর্ঘায়ু কামনা করে। এই আনন্দ উৎসব একেবারেই অসম্পূর্ণ থাকে বিভিন্ন স্বাদের মিষ্টি ছাড়া। একথা মাথায় রেখেই এই উদ্যোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =