Aajbikel

আজও দিনভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলি, বৃষ্টি উত্তরেও

 | 
বৃষ্টি

কলকাতা: সোমবার রাতভর বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ শহরতলি। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। বাকি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যজুড়ে বৃষ্টির দাপটে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সমুদ্র উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায়।

মৌসম ভবন জানাচ্ছে, বিহার থেকে উত্তর বাংলাদেশের উপর সরে এসেছে ঘূর্ণাবর্ত। সোমবার মূলত এর প্রভাবেই দিনভর বৃষ্টি হয়েছে। আজ, মঙ্গলবারও একই রকম বৃষ্টি হবে৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর থেকে শক্তিশালী বৃষ্টি ভরা মেঘ দক্ষিণবঙ্গের আকাশে ঢুকে পড়েছিল। এর প্রভাবে সারাদিন ধরে দফায় দফায় বৃষ্টি হয়েছে। মৌসুমি অক্ষরেখার অবস্থানও বৃষ্টির অনকূল রয়েছে।  পাঞ্জাব থেকে মণিপুর পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে, সেটি মালদহের উপর দিয়ে গিয়েছে। 


অনুকূল পরিস্থিতির জন্যেই  মুর্শিদাবাদ, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কোচবিহারে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে মোট ৭৬ মিলিমিটার (মিমি) বৃষ্টি নথিভুক্ত হয়েছে। বৃষ্টি কলকাতায় এই সময়ে হয়েছে প্রায় ১১ মিলিমিটার। 

 

Around The Web

Trending News

You May like