ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে তাণ্ডব চালাতে পারে ‘সুপার সাইক্লোন’ আমপান!

ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে তাণ্ডব চালাতে পারে ‘সুপার সাইক্লোন’ আমপান!

কলকাতা: প্রবল শক্তি নিয়ে ক্রমাগত বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড়টি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে৷ গভীর সমুদ্রে শক্তি সঞ্চয় করে ক্রমাগত দিঘার দিকে এগিয়ে আসছে ঝড়ের বলয়৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড় ‘সুপার সাইক্লোনে’ পরিণত হয়ে গিয়েছে৷ সাইক্লোনটি দিঘা থেকে মাত্র সাড়ে ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ পারাদ্বীপ থেকে ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমপান৷

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামীকাল থেকে রাজ্যের আমপানের প্রভাব শুরু হয়ে যাবে৷ মূলত সাতটি জেলার ওপর এর প্রভাব পড়তে পারে৷ উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা জেলায় সব থেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ এছাড়াও পরবর্তী ধাপে কলকাতা, হাওড়া, হুগলি৷ মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে৷

মনে করা হচ্ছে, উপকূল ভাগের ঘূর্ণিঝড় যখন আঘাত হানবে, তখন সর্বোচ্চ গতিবেগ ১৬০ থেকে ১৮০ কিলোমিটার গতি পর্যন্ত থাকতে পারে৷ উপকূলবর্তী এলাকা ছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়ের গতি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকতে পারে৷

আগামীকাল থেকেই উপকূলবর্তী জেলায় হাওয়ার গতিবেগ বাড়তে থাকবে৷ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টিপাত৷ এখনও পর্যন্ত যা পূর্বভাস, তাতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় দিঘা থেকে শুরু করে বাংলাদেশের হাতিয়াদ্বীপ পর্যন্ত অতিবাহিত হতে পারে৷ কিন্তু ভূখণ্ডে দিকে এগিয়ে আসার সময় সুপার সাইক্লোন কিছুটা শক্তি ক্ষয় করবে৷ ধাপে ধাপে তা নিম্বচাপে পরিণত হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *