imd
কলকাতা: শুধু পশ্চিমবঙ্গ নয়, একাধিক রাজ্য পড়ছে বৃষ্টির কোপে! আগামী কয়েকদিন বড় দুর্যোগের আশঙ্কা করছে দেশবাসী। মৌসম ভবনের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা অবশ্যভাবে শঙ্কাজনক। জানানো হয়েছে, আগামী চার থেকে পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা সহ ওড়িশা, কেরল ও কর্নাটক রাজ্য। বঙ্গে তো ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে ১০ জেলাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে একটি নিম্নচাপ অবস্থান করছে। ধীরে ধীরে তা শক্তি বাড়িয়ে বাংলা-ওড়িশার কাছে পৌঁছবে। উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে চলে আসার পর তার প্রভাব বাড়াবে সে। এই পরিস্থিতিতে উপরিউক্ত চার রাজ্য ছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া মহল আবার শুধু পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ ১০ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাই সেসব জায়গায় জারি কমলা সতর্কতা।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যদিও ঝড়়ের তেমন আশঙ্কা নেই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়ার যে বিরাট পরিবর্তন হবে এমনটা নয়। এদিকে পুজোর আগে বৃষ্টিপাত নিয়ে চিন্তা বেড়েছে বাঙালির। যদি পুজোতেও এমন বৃষ্টি হয় তাহলে সব মজা যে মাটি হবে।