কলকাতা: শেষ হয়েও হচ্ছে না শেষ৷ এবার দিল্লি ফিরে যাওয়ার আগে রাজ্য সরকারকে শেষ চিঠি পাঠিয়ে কড়া হুঁশিয়ারি দিতে ছাড়লেন না কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা৷ রাজ্যের করোনা পরীক্ষা ও মৃত্যুর পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি রাজ্যের মৃত্যুর হার সবথেকে বেশি বলে দাবি করছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের প্রধান অপূর্ব চন্দ্র৷ খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে৷
দিল্লি ফেরার আগে মুখ্যসচিবকে ফের কড়া চিঠি পাঠাল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল৷ করোনায় পশ্চিমবঙ্গে মৃত্যুর হার সবথেকে বেশি৷ গোটা দেশের মধ্যে মৃত্যুর হার রেকর্ড পশ্চিমবঙ্গে৷ ১২.৮ শতাংশ মৃত্যুর হার পশ্চিমবঙ্গে৷ এই অবস্থার জন্য দায়ী কম পরীক্ষা, কম চিকিৎসা৷ করোনায় তথ্য গোপন করছে রাজ্য সরকার৷ চিঠিতে ঠিক এমনটাই উল্লেখ করেছে বলে খবর৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে জানিয়েছে, দু’সপ্তাহ পর্যবেক্ষণের পর চূড়ান্ত পর্যায়ে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হবে৷ সেখানে প্রকাশিত হবে চূড়ান্ত রিপোর্ট৷ বাংলা ছাড়ার আগে চরম হুঁশিয়ারি দিতে ছাড়েননি কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্র৷
দু’সপ্তাহ রাজ্য সফরের পর দিল্লি ফিরছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল৷ দিল্লি ফেরার আগে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের প্রধান অপূর্ব চন্দ্র৷ সেখানে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলা হয়েছে কেন্দ্র পর্যবেক্ষক দলের তরফে৷ সাতটি চিঠি ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যকে পাঠিয়েছে বলে দাবি করা হয়েছে৷ সেখানে বিভিন্ন বিষয়ে কথা উল্লেখ করা হয়েছে৷ সপ্তম চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, বাংলায় দু’সপ্তাহের পর্যবেক্ষণ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো হবে৷ পর্যবেক্ষক মহলের অভিযোগ, পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষা কম করা হচ্ছে৷ পর্যান্ত চিকিৎসা ব্যবস্থা অভাবে বাড়ছে মৃত্যুর হার৷ পশ্চিমবঙ্গে মৃত্যুর হার ১২.৮% বলে উল্লেখ করা হয়েছে৷ যা গোটা দেশের নিরিখে রেকর্ড বলেও দাবি করা হয়েছে কেন্দ্রে পর্যবেক্ষক দলের তরফে৷
IMCT writes to West Bengal Chief Secretary on their final day in the state. “State needs to be transparent & consistent in reporting figures & not play down spread of virus”, writes IMCT leader Apurva Chandra pic.twitter.com/u6mtaWRZtt
— ANI (@ANI) May 4, 2020