কলকাতা: জাতীয়স্তরে অ-বিজেপি, অ-কংগ্রেস একটি জোট গড়তে উঠেপড়ে লেগেছেন তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সভাপতি কে চন্দ্রশেখর রাও৷ আর সেই লক্ষ্যেই আজ সোমবার কলকাতায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনায় বসবেন চন্দ্রশেখর রাও৷
জানা গিয়েছে, সোমবার সকালে ভুবনেশ্বরে কোণার্ক দর্শন করে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেবেন টিআরএস নেতা। তার পরে তাঁর বিমান নামবে কলকাতায়। বিকেলে নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। কালীঘাটে সপরিবার পুজো দিয়ে রাতেই দিল্লি যাওয়ার কথা। সেখানে বড়দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও রাওয়ের বৈঠক নির্ধারিত। মুখ্য নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও কথা বলবেন তিনি। দলের দাবি, রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়েই মন্ত্রীদের কাছে দরবার করবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। কংগ্রেস অবশ্য বলছে, বেশির ভাগ সময়টা নিজের বিলাসবহুল খামারবাড়িতে কাটিয়ে এখন চাটার্ড বিমানে সপরিবার তীর্থযাত্রায় বেরোলেন মুখ্যমন্ত্রী রাও। কংগ্রেস নেতা জি নারায়ণ রেড্ডি বলেন, ‘‘কংগ্রেস যে ৩ রাজ্যে জয়ী হয়েছে, ইতিমধ্যেই সেখানে কৃষকদের ঋণ মকুব করা হয়েছে। তেলঙ্গানায় সে সবের ধারে-কাছে না গিয়ে প্রমোদভ্রমণে বেরোলেন মুখ্যমন্ত্রী।’’