কলকাতা: সারদা কেলেঙ্কারির পর সিবিআই ও বিরোধীদের বাড়াবাড়ি নিয়ে প্রকাশ্য জনসভা থেকে দলনেত্রী প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘‘কুণাল চোর, টুম্পাই চোর, মদন চোর, মুকুল চোর? আমি চোর?’’ এবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চ থেকে বিজেপি ‘চোর’ তত্বে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার বিকালে দলীয় কর্মীদের উদ্দেশ্য বলেন, ‘‘আমি চোর, কার টাকা নিয়েছি? আসল চোর ধরার নাম নেই৷ যাঁরা সৎ ভাবে চলার চেষ্টা করছে, তাঁদের বিরুদ্ধে আঙুল উঠলে আমি ছেড়ে কথা বলব না৷’’
এদিন সরাসরি বিজেপি ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করে দেশের গণতন্ত্রের পরিস্থিতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি৷ বলেন, ‘‘আজ সংবিধান সুরক্ষিত নই৷ দেশ সুরক্ষিত নয়৷ বিজেপি প্রতিষ্ঠানগুলিকেও নষ্ট করে দিয়েছে৷ এই পরিস্থিতির বদল আমাদের আনতেই হবে৷ আমাদের ধমকে চমকে লাভ হবে না৷ বাংলাই আগামী দিনে পথ দেখাবে৷’’
West Bengal CM Mamata Banerjee: I am ready to give my life but not compromise. I did not take to the streets when you touched TMC leaders. But I am angry when they tried to insult the chair of the Kolkata Police Commissioner, he is leading the organisation. pic.twitter.com/XhI0uEhpu5
— ANI (@ANI) February 4, 2019
বলেন, ‘‘আমার জীবন দিতে প্রস্তুত কিন্তু আপোষ করব না৷ আপনি যখন টিএমসির নেতাদের স্পর্শ করেন তখন আমি রাস্তায় নেমে যাইনি৷ কিন্তু তাঁরা যখন কলকাতা পুলিশ কমিশনারের চেয়ার অপমান করার চেষ্টা করেছিল, তখন আমি অপমানিত হয়েছি৷’’