তৃণমূল নেতার বাড়িতে বেআইনি অস্ত্র কারখানার হদিস

কলকাতা: তৃণমূল কংগ্রেস পরিচালিত চুঁচুড়া-মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ দাসের বাড়িতে আয়কর হানা৷ দিলীপবাবুর ছোট ছেলে জয়প্রকাশ দাসের ঘর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার৷ তার মধ্যে দু’টির লাইসেন্স ছিল না। আর তার জেরে জয়প্রকাশবাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ তিনটি গাড়িতে করে বেশ কয়েকজন দিলীপবাবুর বাড়ির সামনে নামেন। তাঁদের মধ্যে

de6088a62025102a29ea7ff267fef090

তৃণমূল নেতার বাড়িতে বেআইনি অস্ত্র কারখানার হদিস

কলকাতা: তৃণমূল কংগ্রেস পরিচালিত চুঁচুড়া-মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ দাসের বাড়িতে আয়কর হানা৷ দিলীপবাবুর ছোট ছেলে জয়প্রকাশ দাসের ঘর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার৷ তার মধ্যে দু’টির লাইসেন্স ছিল না। আর তার জেরে জয়প্রকাশবাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ তিনটি গাড়িতে করে বেশ কয়েকজন দিলীপবাবুর বাড়ির সামনে নামেন। তাঁদের মধ্যে দু’জন পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েন। বাকিরা সামনের গেট খুলে ঘরের ভেতরে ঢোকেন। তারপর থেকেই ঘরের ভেতরে দিলীপবাবু তাঁর স্ত্রী কৃষ্ণা দাস সহ পরিবারের সদস্যদের টানা জিজ্ঞাসাবাদ শুরু করেন আয়কর দপ্তরের আধিকারিকরা। দুপুরের খাওয়াদাওয়ার পর ফের দিলীপবাবুর বাড়িতে ঢুকে দরজা-জানালা বন্ধ করে দেন অফিসাররা। অনেক রাত পর্যন্ত তাঁরা ওই বাড়িতেই ছিলেন। কী কারণে আচমকা আয়কর দপ্তরের আধিকারিকরা তাঁর বাড়িতে হানা দিলেন, তা জানতে দিলীপবাবুকে ফোন করলেও তিনি ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *