দিঘায় দেহব্যবসা! পুলিশি হানায় জালে কমপক্ষে ১০

দিঘায় দেহব্যবসা! পুলিশি হানায় জালে কমপক্ষে ১০

দিঘা: কোভিড ভীতি কাটিয়ে উঠে আবার পর্যটন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সমুদ্র থেকে পাহাড়, সব জায়গায় ভিড় বাড়ছে আগের মতো। আর বাঙালির কাছে টুক করে ঘুরতে যাওয়াই মানে দিঘা। কিন্তু পর্যটন বাড়তেই সৈকত শহরে বেড়ে গিয়েছে দেহব্যবসা! যা তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে সেটাই প্রমাণিত। দিঘার বিভিন্ন হোটেলে বসতে শুরু করেছে মধুচক্রের আসর। আর সম্প্রতি এইসব হোটেলে হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর আশ্বাসে কাজ! আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনায় শিক্ষা দফতর

দিঘা পুলিশ সূত্রে জানা গিয়েছে, যৌনপেশার সঙ্গে যুক্ত সন্দেহে মোট ১০ জনকে গ্রেফতার ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। দিঘা এবং দিঘা মোহনা থানার পুলিশ যৌথ ভাবে এই অভিযান চালায় এবং একাধিক হোটেল থেকেই দেহব্যবসার সঙ্গে যুক্ত অনেককে গ্রেফতার করা হয়েছে। যারা ধৃত তাদের মধ্যে রয়েছেন ছয় মহিলা। মঙ্গলবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দিঘা রেল স্টেশনের অদূরে ভোগীব্রহ্মপুর এলাকার একটি বাড়িতে এই অবৈধ ব্যবসা চলছিল। সেখান থেকেই পাঁচ মহিলা এবং দুই যুবককে পুলিশ গ্রেফতার করে। বাইরে থেকে মহিলাদের এনে যৌনপেশায় ব্যবহার করা হচ্ছিল বলেই জানা গিয়েছিল।

অন্যদিকে ওল্ড দিঘার এক হোটেল থেকেও যৌন ব্যবসার সঙ্গে জড়িত কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। একটি হোটেল থেকে এক মহিলা-সহ দুই যুবককে যৌনপেশায় যুক্ত সন্দেহে পাকড়াও করা হয়েছে। হোটেলের ম্যানেজারও এর সঙ্গে জড়িত বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =