কলকাতা: রাজ্যের কোষাগারে কিছুই ঢুকছে না এদিকে বীরভূমের খাদান ও পাথরের লরি থেকে কোটি কোটি টাকা আদায় হচ্ছে ‘বেআইনিভাবে’। এই সংক্রান্ত মামলা গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। যদিও এই ইস্যু নিয়ে ভিন্ন কথাই বলছিল রাজ্য এবং মামলাকারীর আইনজীবী।
আরও পড়ুন- হস্টেলের ছাদ থেকে ঝাঁপ IIT-র প্রথম বর্ষের ছাত্রের! মনে করাল ‘থ্রি ইডিয়টস’-এ রাজু রস্তোগির কথা
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন আদালতে বলেন, একই ধরনের এক জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন আছে। সেখানে রাজ্য হলফনামা দিয়েছে। সেখানে ইডি তদন্তের দাবি করা হয়েছে। তাই এই মামলা ওই বেঞ্চেই স্থানাতরিত করা হোক। যদিও আবেদনকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, এটা সম্পূর্ণ পৃথক আবেদন। এখানে ইডি নয় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা জানতে চান পুলিশ তদন্ত শুরু করেছে কিনা। অ্যাডভোকেট জেনারেল জানান, পুলিশ তদন্ত করেছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”WBCS পরীক্ষায় সাফল্য পরিযায়ী শ্রমিকের ছেলের! Malda’s Keshab Das ranks 27 in WBCS, becomes BDO” width=”560″>
এরপর বিচারপতি বলেন, বীরভূমের বগটুই গ্রামের ঘটনার মামলাও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনছে। এছাড়াও পাথর নিয়ে ধ্রুব সাহার মামলা বিচারাধীন। তাই আদালতের নির্দেশে, এই আবেদন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে স্থানাতরিত করা হল।