চুঁচুড়া: নৌকায় পারাপার করার জন্য ঘাট বা বৈধ অনুমতি কোনওটাই নেই। তবু জীবনের ঝুঁকি নিয়ে দিন দশেক ধরে ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া পর্যন্ত ডিঙি নৌকায় গাদাগাদি করে যাত্রী পারাপার, কখনও আবার চড়ুইভাতিতে করতে আসা মানুষজনকে নিয়ে গঙ্গাবক্ষে নৌকাবিহার করাচ্ছেন জেলে ও স্থানীয় কিছু মানুষ। অতিরিক্ত যাত্রী নিয়ে ইমামবাড়ায় যাওয়া বা নৌকা বিহারের সময়ে যে কোনও সময়ে তা ডুবে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন চার্চ সংলগ্ন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, চার্চ সংলগ্ন এলাকা ও চড়ুইভাতির জায়গায় সকাল থেকেই পুলিস ও সিভিক ভলেন্টিয়াররা থাকেন। তাঁদের চোখের সামনেই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে নৌকাবিহার চললেও পুলিস বা প্রশাসন তা বন্ধ করার জন্য কোনও উদ্যোগ নিচ্ছে না।
বর্ষবরণে গঙ্গাবক্ষে দেদার চলছে বেআইনি নৌকাবিহার
চুঁচুড়া: নৌকায় পারাপার করার জন্য ঘাট বা বৈধ অনুমতি কোনওটাই নেই। তবু জীবনের ঝুঁকি নিয়ে দিন দশেক ধরে ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া পর্যন্ত ডিঙি নৌকায় গাদাগাদি করে যাত্রী পারাপার, কখনও আবার চড়ুইভাতিতে করতে আসা মানুষজনকে নিয়ে গঙ্গাবক্ষে নৌকাবিহার করাচ্ছেন জেলে ও স্থানীয় কিছু মানুষ। অতিরিক্ত যাত্রী নিয়ে ইমামবাড়ায় যাওয়া বা নৌকা বিহারের সময়ে যে কোনও