বেআইনি অ্যাসিড কারখানার হদিশ, উদ্ধার ৪৫০ লিটার অ্যাসিড

বেআইনি অ্যাসিড কারখানার হদিশ, উদ্ধার ৪৫০ লিটার অ্যাসিড

হাবরা: হাবরায় বেআইনি অ্যাসিড কারখানার হদিশ পেল পুলিশ৷ উদ্ধার করা হয়েছে ৪৫০ লিটার অবৈধ অ্যাসিড ও প্রচুর নকল ব্লিচিং পাউডার৷ ঘটনায় কারখানার মালিককে আটক করেছে পুলিশ৷  পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সোমনাথ আচার্য (৫৫)৷ হাবরা থানার অন্তর্গত হাবরা পৌরসভার ১৭ নং ওয়ার্ডের সুভাষ রোডের ঘটনা৷

বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ওই কারখানায় হানা দেয়। কারখানা থেকে ৬০ লিটার করে রাখা ৭টি বড় মিউরেটিক অ্যাসিডের জার, প্রচুর ব্লিচিং পাউডার,  বোতলের উপরে লাগানোর জন্য লেবেল উদ্ধার হয়েছে। যদিও কারখানার মালিকের কাছ থেকে শুধুমাত্র পৌরসভার ট্রেড লাইসেন্স ছাড়া কোনও রকমের রেজিস্ট্রেশন দেখাতে পারেননি।

পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, দীর্ঘ কুড়ি বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। নামী কোম্পানির লেবেল বোতলের উপরে লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করতেন বলে জানা গিয়েছে। পুলিশ ও জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা আরও তদন্ত করে দেখছেন অভিযুক্ত সোমনাথ আচার্য আর কোনও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে কি না এবং এই কাজে তার সহযোগী কে বা কারা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ কোথা থেকে অ্যাসিড আনত, তাও জানার চেষ্টা করছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 5 =