এবার মোবাইলে করা যাবে করোনা টেস্ট, ১ ঘণ্টায় রিপোর্ট! নয়া আবিষ্কার IIT খড়গপুরের

এবার মোবাইলে করা যাবে করোনা টেস্ট, ১ ঘণ্টায় রিপোর্ট! নয়া আবিষ্কার IIT খড়গপুরের

 

নিজস্ব প্রতিবেদন: করোনার তাণ্ডবে কাঁপছে গোটা বিশ্ব৷ করোনা রুখতে গোটা বিশ্বজুড়ে চলছে বিজ্ঞানচর্চা৷ নাওয়া-খাওয়া ফেলে করোনা টিকা আবিষ্কার কাজে নেছেন বিজ্ঞানীরা৷ সেই কাজে পিছিয়ে নেই ভারত৷ বাংলাও৷ বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল করে করোনা পরীক্ষায় যুগান্তকারী আবিষ্কার করল খড়গপুর আইআইটির একদল গবেষক৷ সম্প্রতি একটি অ্যাপ্লিকেশন আবিষ্কার করেছেন তাঁরা৷

আরও পড়ুন- আগামীর জন্য বৈদ্যুতিন গাড়ি বানাচ্ছেন বঙ্গতনয়া আত্রেয়ী

করোনা টেস্টের রিপোর্ট মুহূর্তে তা জানিয়ে দিতে সক্ষম খড়গপুর আইআইটির তৈরি বিশেষ অ্যাপ্লিকেশন৷ মোবাইলের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন কাজ করবে৷ মুহূর্তের মধ্যেই দেবে রিপোর্টের ফলাফল৷
আইআইটি’র গবেষকদের দাবি, এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করলে তা কাজ করতে শুরু করবে৷ খড়গপুর আইআইটি থেকে এর দাম ঠিক করা হয়েছে মাত্র ৪০০ টাকা৷ এই অ্যাপ্লিকেশন যেহেতু মোবাইলে থাকবে, ফলে মোবাইলের মতো এটা পোর্টেবল ডিভাইস৷ করোনা টেস্টের অসুবিধার কথা মাথায় রেখে এই যন্ত্র নির্ভর অ্যাপ আবিষ্কার বলে জানানো হয়েছে৷ আইআইটি খড়গপুর গবেষকদের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে দ্রুত পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে৷ আল্ট্রা-পোর্টেবল এই ডিভাইসটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা৷ ১ ঘণ্টার মাধ্যে ১০টি রিপোর্ট পাওয়া যাবে৷ যা, বিশ্বে এখন এমন কোনও যন্ত্র আবিষ্কার হয়নি বলেও জানানো হয়েছে৷

আরও পড়ুন- NRS হাসপাতালে করোনা সংক্রমণ! চিকিৎসক-নার্স-রোগীসহ আক্রান্ত ১৩৬ জন

বিশ্ব জুড়ে করোনার দাপট এখন এখন মাত্রা ছাড়া৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজারের উপর৷ প্রতিদিন বেড়েছে করোনা টেস্টের সংখ্যা৷ সেই টেস্ট যত হচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ প্রশ্ন উঠছে রাজ্যের স্বাস্থ্য কাঠামো দিয়েও৷ হাসপাতালে বেড পাওয়া থেকে পরিষেবা নিয়েও উঠছে নানান অভিযোগ৷ যদিও চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সহায়তায় করোনা জয় করে বাড়ি ফিরছেন বহু রোগী৷ তবুও করোনা ভয় আঁকড়ে ধরছে জনতাকে৷