কলকাতা: গোষ্ঠী সংক্রমণের বিপদ রুখতে এবার বড়সড় উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দফতর ও আইসিএমআর৷ কলকাতার পুরো এলাকার ৫টি কনটেইনমেন্ট জোনে আইজিজি অ্যান্টিবডি টেস্ট শুরু হয়েছে৷ ঢাকুরিয়ার পঞ্চানন তলায় থেকে শুরু হয়েছে এই আইজিজি অ্যান্টিবডি টেস্ট্রের প্রক্রিয়া৷ প্রাথমিক ভাবে পুরসভার ৫টি ওয়ার্ডে ১০০টি করে নমুনা সংগ্রহ করার কাজ শুরু হয়েছে৷
করোনা পরিস্থিতি বিবেচনা করে যে সমস্ত এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে বিবেচনা করেছে রাজ্য সরকার, সেই সমস্ত এলাকার গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি না এবং সেই সমস্ত এলাকার বাসিন্দাদের শরীরে কোন অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, সেই সমস্ত তথ্য জানার জন্য এই আইজিজি অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে৷
এই কাজের জন্য প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ৫টি ওয়ার্ডে ওয়ার্ডে চিহ্নিত করা হয়েছে৷ কলকাতা পুরসভার ১১, ২৮, ৬১, ৮২, ৯০ নম্বর ওয়ার্ড থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে৷ স্বাস্থ্য দফতর ও আইসিএমআরের উদ্যোগে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই সমস্ত এলাকা থেকে ১০০টি করে নমুনা সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে৷ সেই সমস্ত সংগৃহীত নমুনা হিসেবে পাঠানো হবে আইসিএমআরের চেন্নাইয়ের ল্যাবে৷ তারপর বোঝা যাবে ওই সমস্ত সংগৃহীত নমুনা এর মধ্যে কারো শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না৷ তা তারা করোনায় প্রভাবিত হয়েছেন কি না৷