এবার হোয়াটস অ্যাপ করলে করোনা পরীক্ষা হবে বাড়িতেই

করোনা আবহের শুরুর দিকেই রেড জোনে পরিণত হয়েছিল হাওড়া। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে পরিস্থিতিকে স্বাভাবিক করতে ও করোনা আক্রান্তের সন্ধান দ্রুত পেতে কলকাতার মতো সিদ্ধান্ত নিল হাওড়া পুর নিগম। হাওড়া পুরোনিগমের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট নম্বরে ফোন করা হলে স্বাস্থ্যকর্মীরা এসে করোনা পরীক্ষা করে যাবেন। ব়্যাপিড অ্যান্টিজেন করোনা পরীক্ষা করা হবে। এর ফলে করোনা পরীক্ষার জন্য বাইরে বের হতে হবে না। 

 

হাওড়া:  করোনা আবহের শুরুর দিকেই রেড জোনে পরিণত হয়েছিল হাওড়া। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে পরিস্থিতিকে স্বাভাবিক করতে ও করোনা আক্রান্তের সন্ধান দ্রুত পেতে কলকাতার মতো সিদ্ধান্ত নিল হাওড়া পুরনিগম। হাওড়া পুরোনিগমের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট নম্বরে ফোন করা হলে স্বাস্থ্যকর্মীরা এসে করোনা পরীক্ষা করে যাবেন। ব়্যাপিড অ্যান্টিজেন করোনা পরীক্ষা করা হবে। এর ফলে করোনা পরীক্ষার জন্য বাইরে বের হতে হবে না। 

আরও পড়ুন- ‘উপাচার্যরা তৃণমূল নেতাদের ভৃত্য’, ফের বিস্ফোরক বিজেপি নেতা সায়ন্তন

হাওড়া পুরোনিগমের থেকে দুটি নম্বর প্রকাশ করা হয়েছে। নম্বর দুটি হল ‌৬২৯২২৩২৮৭০ এবং ৬২৯২২৩২৮৭১। হোয়াটস অ্যাপে এই দুটো নম্বরে বুকিং করতে হবে। কমপক্ষে ৫০ জনের পরীক্ষা করা হলেই হাওড়া পুরোনিগমের থেকে লোকেরা আসবে বলে জানা গিয়েছে। একটা ফাঁকা জায়গা রাখতে হবে। তবে হাওড়া পুরোনিমগমের কর্মীরা এসে অ্যান্টিজেন করোনা পরীক্ষা করে যাবেন। এছাড়াও হাওড়া পুরনিগমের তরফে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে হাওড়ার তিনটে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিনা পয়সায় করোনা পরীক্ষা করা হবে। 

আরও পড়ুন- বিয়ের বয়স বাড়ালেই মেয়েদের দূরবস্থার অবসান হবে না, দাবি বিশেষজ্ঞদের

হাওড়াতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে। স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যায় আগের মতো হাওড়াতে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে না। এক মাসের হিসেব দেখলে তা স্পষ্ট। হাওড়ায় ২৯ জুলাই ২৫৮ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। অন্যদিকে, ২৮ অগস্ট মাত্র ৯১ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। আগের থেকে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে আসায় কিছুটা নিশ্চিন্ত সাধারণ মানুষ। তবে তাঁরা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন, পুলিশ, পুরনিগমের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − three =