‘মমতার বিরুদ্ধে কুৎসা করলে, তার জিভ টেনে ছিঁড়ে দাও’! মন্ত্রী উজ্জ্বলের নিদানে বিতর্কের ঝড়

কলকাতা: ফের বিস্ফোরক তৃণমূল নেতা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করলে জিভ টেনে ছিঁড়ে দেওয়ার নিদান দিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। নদীয়ার নেতার এই মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি৷ সরব বিজেপি নেতৃত্ব।
ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে শনিবার সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের পাল্টা কর্মসূচি নিয়েছিল তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন। পোস্ট অফিস মোড়ে আয়োজিত ওই পথসভা থেকেই হুঙ্কার দেন নদিয়ার নেতা৷ উজ্জ্বল বলেন, “সেই আন্দোলন যাতে না দেখাতে পারো, তার জন্য আমরা তৈরি আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করলে তার জিভ টেনে ছিঁড়ে দাও, এই হবে আমাদের আন্দোলনের আসল রূপরেখা।”
এই ঘটনার প্রেক্ষিতে রবিবার টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি লেখেন, “বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ তা নিয়ে মন্ত্রী হিংসায় উৎসাহ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কি এটা সম্ভব?” টুইট করেছেন বিজেপির তরফে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত অমিত মালব্যও৷ তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলায় হিংসা আর বিরোধীদের কণ্ঠরোধই নিয়ম হয়ে দাঁড়িয়েছে।”
এ দিন পাল্টা দেন উজ্জ্বল৷ তিনি বলেন, “কেন্দ্র যখন পেনশন বন্ধ করে দিচ্ছে, তখন তো কেউ কিছু বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য নানা প্রকল্প আনছেন, আর তাঁর বিরুদ্ধেই কুৎসা করা হচ্ছে।” নিজের বক্তব্যে অটল থেকেই তিনি আরও বলেন, ‘‘যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করবেন, তাঁদের জন্যেই কথাটা বলেছি।”