বাড়াবাড়ি করলে কুকুরের মতো গুলি করে মারব: দিলীপ

ফের বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্ট করলে কুকুরের মতো গুলি করে মারা হবে বলে হুশিয়ারি দিলেন দিলীপ ঘোষ৷

কলকাতা: ফের বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্ট করলে কুকুরের মতো গুলি করে মারা হবে বলে হুশিয়ারি দিলেন দিলীপ ঘোষ৷

আজ রবিবার রানাঘাটের অভিনন্দন যাত্রা থেকে সরকারি সম্পত্তি নষ্টকারীদের কুকুরের মতো গুলি করে মারার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সভাপতি৷ নাগরিক আইন বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বার্তা, উত্তরপ্রদেশে কুকুরের মতো গুলি করে মেরেছি শয়তানদের৷ সরকারি সম্পত্তি নষ্ট করলে এরাজ্যে ও গুলি করব৷ জেলে ভরে দেব৷

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধেও সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ৷ মুখ্যমন্ত্রী রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ছুড়েছেন রাজ্য বিজেপি সভাপতি৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী রাজনীতি একটু গভীর৷ তবে তাঁর সেই কৌশল ধরা পড়ে যায়৷ মুখ্যমন্ত্রী দু’দিকেই খেয়েছেন৷ সেটা লোক ধরে ফেলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =