কলকাতা: শহরের যে সব সংস্থা, মূলত রেস্তরাঁ, শপিং মল ইত্যাদি প্রত্যেক দিন প্রচুর বর্জ্য উৎপাদন করে, তাদের উপর এবার চার্জ ও জরিমানা চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এই সংক্রান্ত আইনি সংস্থান ২০১৬ সালেই পুর-আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কীভাবে এই চার্জ ও জরিমানা চালু করা যাবে, তার রূপরেখা ঠিক করতে তৈরি হবে একটি মনিটরিং সেল। এরকম সংস্থাগুলিকে চিহ্নিত করার জন্য কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তরফে সমীক্ষা করে একটি তালিকা তৈরি করা হবে। সেই তালিকা ধরে সংস্থাগুলিকে জানাতে বলা হবে, প্রতিদিন তাদের দোকান বা সংস্থায় কত ওজনের বর্জ্য উৎপাদন হয়।
সেই মতো স্থির হবে, ওই পরিমাণ বর্জ্য প্রত্যেকদিন পুরসভা সরিয়ে আনার জন্য কত চার্জ নেবে। নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি বর্জ্য হলে, জরিমানার হারও ঠিক করে দেওয়া থাকবে। কলকাতা পুরসভা সূত্রে এই খবর জানা গিয়েছে। চলতি মাসের পুর-অধিবেশনে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হবে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, এসব ক্ষেত্রে কোথায় কত চার্জ ও জরিমানা ধার্য হবে, তা ঠিক করার জন্য দিল্লি, পুনে ছাড়াও আরও কয়েকটি শহরের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নিয়মকানুন খুঁটিয়ে দেখছেন কলকাতা পুরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্তারা।