কেউ ১ বোমা ছুড়লে ১১টা বোমা ছুঁড়তে হবে, নির্দেশ তৃণমূল নেতার

ইলামবাজার: ‘কেউ যদি একটা বোমা ছোঁড়ে, আমরা দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে রাখছি, ১১টা বোমা ছুঁড়ে পালটা দিতে হবে৷’ রবিবার ইলামবাজারে দলীয় কর্মীদের এমনই নির্দেশ দিলেন তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক দুলাল রায়৷ তাঁর আরও দাবি, ‘‘আপনাদের সাহস দিচ্ছি, ভয়ের কোনও কারণ নেই। জয আমাদেরই হবে।’’ রবিবার ইলামবাজারের ফুটবল মাঠে তৃণমূলের ব্লক ভিত্তিক সভা ছিল৷ সভায় প্রধান

কেউ ১ বোমা ছুড়লে ১১টা বোমা ছুঁড়তে হবে, নির্দেশ তৃণমূল নেতার

ইলামবাজার: ‘কেউ যদি একটা বোমা ছোঁড়ে, আমরা দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে রাখছি, ১১টা বোমা ছুঁড়ে পালটা দিতে হবে৷’ রবিবার ইলামবাজারে দলীয় কর্মীদের এমনই নির্দেশ দিলেন তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক দুলাল রায়৷

তাঁর আরও দাবি, ‘‘আপনাদের সাহস দিচ্ছি, ভয়ের কোনও কারণ নেই। জয আমাদেরই হবে।’’ রবিবার ইলামবাজারের ফুটবল মাঠে তৃণমূলের ব্লক ভিত্তিক সভা ছিল৷ সভায় প্রধান বক্তা জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ অনুব্রত সভায় আসার আগে বক্তব্য রাখছিলেন ব্লক ও অঞ্চল তৃণমূলের নেতারা৷ সেই সময় মঞ্চে ছিলেন দলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ ব্লক সভাপতি জাফারুল ইসলাম ও বেশ কয়েকজন বিধায়ক৷

সেই সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের ইলামবাজার ব্লকের সাধারণ সম্পাদক দুলাল রায় বলেন, “কেউ যদি একটা বোম ছোঁড়ে আমরা দলের কর্মীদের নির্দেশ দিয়ে রাখছি, একের পিঠে এক হয়৷ একটা বোম ছুঁড়লে ১১টা বোমা ছুঁড়ে তার পালটা দিতে হবে৷ এটাই হচ্ছে আমাদের বক্তব্য৷’’

তিনি আরও বলেন, “আমরা অন্য কাউকে একদম বরদাস্ত করব না৷ এই কথা বলে আপনাদের আমরা সাহস দিচ্ছি৷ ভয়ের কোনও কারণ নেই৷ আমাদের কোনও বিকল্প নেই৷ আমাদের বিরুদ্ধে কেউ থাকবে না৷ ইলামবাজারে যে কটা ভোট পড়বে তৃণমূলের বাক্সে পড়বে৷’’  এর আগে ইলামবাজারে একাধিক রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় নাম জড়িয়ে ছিল দুলাল রায়ের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =